Saturday, November 15, 2025

উৎসবের মরশুমেই ফের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পরিকল্পনা থাকলেও ভাঙা বঙ্গ বিজেপিকে বার্তা দেওয়াই উদ্দেশ্য মোদি প্রশাসনের সেকেন্ড ইন কম্যান্ডের। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে রাজ্য়ের ছয় বিধানসভায় উপনির্বাচন (by election)। তার মধ্যে একটি বিজেপির জেতা আসন। দলের রাজ্য নেতাদের ভুলে সেই আসন হাতছাড়া হওয়ার আগে বার্তা দিতে চান শাহ, অনুমান রাজনৈতিক মহলে।

বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার পরে রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নতুন রাজ্য সভাপতির নামও ঘোষণা করেনি বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে মাৎস্যন্যায়ের বঙ্গ বিজেপিকে এক ছাতার তলায় মাত্র একদিনই দেখা গিয়েছিল। লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির বিপক্ষে যাওয়ার পরেও ঐক্যের হাওয়া খেলেনি বঙ্গ বিজেপিতে, যা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট চিন্তার। এই চিড় প্রকাশ্যে আসতে কখনও সুকান্ত কখনও শুভেন্দুকে দিল্লিতে ডেকে আলোচনাও চালিয়েছেন অমিত শাহ।

এবার সদস্য সংগ্রহের নামে তিনি নিজেই আসছেন বাংলায়। ২৪ অক্টোবর বাংলায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Ministry of Home Affairs)। উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৩ নভেম্বর। নির্বাচনে মাদারিহাট (Madarihat) কেন্দ্র ধরে রাখার চ্যালেঞ্জ যেমন রয়েছে বিজেপির সামনে, তেমনই অন্য পাঁচটি তৃণমূলের আসনের থেকে একটিও যদি ছিনিয়ে নিতে পারা যায়, তা বঙ্গ বিজেপির মনোবলের উপর প্রভাব ফেলতে পারে। সেই সঙ্গে ২৬-এর নির্বাচনের প্রস্তুতি হিসাবেও এই উপনির্বাচনকে কাজে লাগাতে চাইছেন অমিত শাহ। কারণ তার মধ্যে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন ব্যস্ত রাখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version