Saturday, August 23, 2025

কিউইদের কাছে ৪৬ রানে প্রথম ইনিংস শেষ হতেই, বিরাট-রোহিতদের খোঁচা ক্রিকেট অস্ট্রেলিয়ার

Date:

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। তবে খেলতে নেমেই ভারতের দেখা যায় ব্যাটিং বিপর্যয়। ৪৬ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। আর এরপর বইতে শুরু করেছে সমালোচনার পাশাপাশি কটাক্ষের ঝড়। টিম ইন্ডিয়াকে কটাক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়ার । কটাক্ষ করতে ছাড়েননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনও।

এদিন কিউইদের বিরুদ্ধে ৪৬ রানে আউট হতেই ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় অ্যাডিলেডের ৩৬ অলআউট নিয়ে ভারতকে কটাক্ষ করে। তিন বছর আগে অ্যাডিলেডে টেস্টকে উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় লেখে, “ ৪৬ রানে অলআউট যাওয়ার অর্থ কি ৩৬ রানে অলআউট হয়ে যাওয়াই?”

এরপরই ভারতীয় দলকে কটাক্ষ করেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ভারতের সমর্থকদের বলছি, আপনারা ভাল দিকটাও দেখুন। অন্তত ৩৬ রানটা তো পেরিয়ে গিয়েছেন।” আর সঙ্গে দু’টি ইমোজিও পোস্ট করেছেন ভন।

দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং দাঁড়াতেই পারল না টিম সাউদি, মাট হেনরিদের বোলিং-এর সামনে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রানে আউট হন তিনি। এরপর শূন্য রানে ফেরেন কোহলি, সরফরাজ। ১৩ রানে আউট হন যশস্বী জসওয়াল। শূন্য রানে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ রানে আউট হন কুলদীপ যাদব। ২০ রান্রে আউট হন ঋষভ পন্থ। ভারতের ইনিংস শেষ হয় ৪৬ রানে।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে গর্বের পাশাপাশি লজ্জারও নজির গড়লেন বিরাট


Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version