Sunday, December 14, 2025

সুপ্রিম ধাক্কা পার্থর! ইডির মামলায় অধরা জামিন

Date:

Share post:

সুপ্রিম কোর্টেও ধাক্কা। নিয়োগ নিয়ে ইডির মামলায় জামিন অধরা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chantterjee)। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভুনিয়ার ডিভিশন বেঞ্চ (Division Bench) ইডিকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তার ভিত্তিতেই মামলার দিনক্ষণ চূড়ান্ত হবে। ফলে কালীপুজোর আগে পার্থর জামিন পাওয়া সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ মামলায় ২০২২-এর ২২ জুলাই ED-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chantterjee)। ওই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তিনি। এদিন ইডির আইনজীবী এসভি রাজু এই জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাতে চান। এতে বড় দুর্নীতির মামলা বলে অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরেই ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট (Supreme Court)।

এদিকে বুধবারই বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ‘গুরুত্বপূর্ণ’ নথি। যা যাচাই করে সিবিআইয়ের হাতে এসেছে নতুন তথ্য। CBI-এর দাবি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টেট দুর্নীতির প্রত্যক্ষ যোগ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করেন তদন্তকারীরা।

গত জুন মাসে বিকাশ ভবনে টানা তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই তল্লাশিতে বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি নথিপত্র উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া নথিতে ছিল প্রাথমিক নিয়োগ পরীক্ষার (TET) প্রার্থীদের তালিকা। বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত নথি ঘেঁটে জানা গিয়েছে পার্থ ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে। সেই তালিকা থেকে কয়েক জনের চাকরিও হয়। এ ছাড়াও, সিবিআইয়ের বাজেয়াপ্ত নথিতে প্রভাবশালী কয়েক জনের নাম পাওয়া গিয়েছে।







spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...