Tuesday, November 11, 2025

কুন্তল ঘোষের জামিন ফের নাকচ, হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ শীর্ষ আদালতের

Date:

নিয়োগ মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিন ফের নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত।এরই পাশাপাশি, কুন্তলকে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ।২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ইতিমধ্যে নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য-সহ আরও অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম স্তম্ভ ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বিভিন্নজনের কাছ থেকে তিন কোটি টাকা তুলেছিল। এমনকী, আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাদের কাছ থেকেও টাকা তুলেছিল বলে আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়োগের ক্ষেত্রে কুন্তল রীতিমতো প্রভাবশালী ছিল বলে দাবি সিবিআইয়ের।আদালতে সিবিআই জানায়,  অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ।সেই ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।এর আগেও হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন। যেহেতু নিয়োগ দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে, তাই ওই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট।আগামী ৪ সপ্তাহের মধ্যে হাই কোর্ট বিষয়টির নিয়ে নির্দেশ দিতে হবে বলে নির্দেশ ডিভিশন বেঞ্চের।









Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version