Monday, November 10, 2025

জলসীমানা পেরিয়ে ইলিশের সন্ধান! বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক ৩১ জন মৎসজীবী

Date:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌবাহিনীর (Bangladesh Navy) হাতে আটক হলো কাকদ্বীপের দুটি ট্রলার। এফবি বাসন্তী এবং এফবি জয় জগন্নাথ নামের ট্রলারে  ৩১ জন মৎস্যজীবী (Fisherman) রয়েছেন বলে জানা গিয়েছে। বুধবারের এই ঘটনার খবর পেয়ে উদ্বেগে মৎস্যজীবীদের পরিজনেরা। আটক মৎস্যজীবীদের উদ্ধারে প্রশাসনিক সাহায্যের দাবি করেছেন তাদের পরিবারেরা।

বাংলাদেশের জল সীমান্তে গভীর সমুদ্রে মা ইলিশের রক্ষায় বর্তমানে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার (Bangladesh Government)। প্রতি বছর এ সময় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।  কিন্তু  কাকদ্বীপের দুটি ট্রলার (Trawler) ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্ত পার করে বাংলাদেশে ঢুকে পড়ে। এর পর বঙ্গোপসাগরে টহল চালানো বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ গভীর সমুদ্রে ভারতীয় ট্রলার দুটিকে আটক করে। আটক ট্রলারের মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কলাপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন মৎস্যজীবীদের পরিজনরা। এ বিষয়ে  কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (Fishermen Welfare Association) সম্পাদক বিজন মাইতি বলেছেন,”দ্রুত মৎস্যজীবীদের দেশে ফেরানোর আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে। আটক মৎস্যজীবীদের সুরক্ষার জন্য বাংলাদেশের কয়েকটি মৎস্যজীবী সংগঠনের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।”









Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version