Tuesday, August 26, 2025

ধর্ষিতার সন্তানের বাবা হতে রাজি, বিশেষ শর্তে এলাহাবাদ হাইকোর্টে জামিন মঞ্জুর অভিযুক্তের

Date:

যোগী রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধে কোনও বিরাম নেই। রোজ বাড়ছে পকসো মামলাও (POCSO Act)। এই আবহে উল্লেখযোগ্য রায় দিল এলহাবাদ হাইকোর্ট। সেখানে ধর্ষিতা কিশোরীকে অভিযুক্ত ধর্ষক বিয়ে করবে ও তার সদ্যোজাত সন্তানের দায়িত্ব নেবে, এই শর্তে পকসো মামলায় ধৃতকে জামিন দিল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) সিঙ্গল বেঞ্চ। ধর্ষণে অভিযুক্তকেই ‘বাবা’ (Father) হয়ে উঠতে হবে ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুর,  এই শর্তেই জামিন মিলল অভিযুক্ত যুবকের।

তরুণীকে ধর্ষণের মামলায় পকসো আইনে মামলা রুজু হয়েছিল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। তরুণীর পরিবার দাবি করে, তাদের মেয়ে নাবালিকা। যদিও  অন্যদিকে অভিযুক্তের আইনজীবী দাবি করেন, নির্যাতিতার বয়স আঠারো বছরের বেশি। অন্যদিকে ধর্ষণের অভিযোগও মানা হয়নি, বরং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনা বলে দাবি অভিযুক্তের আইনজীবীর। যাবতীয় বিষয়ে আদালতকে তথ্যপ্রমাণ দেন অভিযুক্তের আইনজীবী (Lawyer)। পাশাপাশি জামিনের দাবি করে বলা হয়, অভিযুক্ত নির্যাতিতাকে বিয়ে করতে রাজি আছেন, সদ্যোজাতের দায়িত্ব নিতেও প্রস্তুত।

এই বিষয়ে দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে। গত ১০ সেপ্টেম্বর আদালত তার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ঘোষণা করে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণন পহল নির্দেশ দেন, প্রথমত, তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করবেন অভিযুক্ত। দ্বিতীয়ত, সদ্যোজাতের (Newborn) দায়িত্বও তাকেই নিতে হবে। পাশাপাশি জামিনে মুক্ত অভিযুক্তকে ছয় মাসের মধ্যে সদ্যোজাতের নামে ব্যাঙ্কে দু’লাখ টাকার একটি স্থায়ী আমানত খুলতে হবে। শেষ পর্যন্ত এই শর্তেই জামিনে মুক্ত হন ধর্ষণে অভিযুক্ত।









Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version