Monday, May 5, 2025

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে আউট, একাধিক লজ্জার নজির ভারতের

Date:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের। মাত্র ৪৬ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন স্কোরের লজ্জা গড়ল ভারত। এদিন কিউইদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, সরফরাজ খান, ঋষভ পন্থরা। আর এই রানের সুবাদে একাধিক লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া।

এদিন কিউইদের বিরুদ্ধে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। সর্বকালের সর্বনিম্ন স্কোরের তালিকায় তৃতীয় স্থানে থাকবে ভারতের এই ইনিংস। সবচেয়ে কম রানে ভারত অলআউট হয়েছিল ২০২০ সালে, অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ইনিংস। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৭৪ সালে ভারতের ৪২ রানের ইনিংস। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে লজ্জার নজির গড়েছিল ভারত। তার পরেই থাকবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ অলআউট।

শুধু তাই নয় ঘরের মাঠে এত কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জা নিয়ে কোনওদিন ভুগতে হয়নি ভারতকে। এতদিন পর্যন্ত ঘরের মাঠে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫। দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।

গতকাল ছিল টেস্টের প্রথম দিন। কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিন বাতিল হয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং দাঁড়াতেই পারল না টিম সাউদি, মাট হেনরিদের বোলিং-এর সামনে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রানে আউট হন তিনি। এরপর শূন্য রানে ফেরেন কোহলি, সরফরাজ। ১৩ রানে আউট হন যশস্বী জসওয়াল। শূন্য রানে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ রানে আউট হন কুলদীপ যাদব। ২০ রান্রে আউট হন ঋষভ পন্থ।

আরও পড়ুন- ব্যাটিং বিপর্যয় ভারতের, কিউইদের বিরুদ্ধে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস


Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version