বন্ধুকে ফাঁসাতেই ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিমানে বোমাতঙ্ক!জেরায় স্বীকার কিশোরের

এই আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই এক কিশোরকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

গত ৭২ ঘণ্টায় ১২টির বেশি বিমানে বোমাতঙ্ক!এই আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই এক কিশোরকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে তার বাবাও। এই বোমাতঙ্কের জেরে কোনও বিমান বাতিল করতে হয়েছে, কোনও বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও। বিষয়টি নিয়ে বুধবার জরুরি বৈঠকও হয়।তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে একটি এক্স হ্যান্ডলকে ব্যবহার করেই এই হুমকি বার্তা দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলিতে। মুম্বই পুলিশের সাইবার সেল সেই অ্যাকাউন্ট চিহ্নিত করে। গত ৭২ ঘণ্টায় ১২টির বেশি বিমানে বোমাতঙ্ক!এই আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই এক কিশোরকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।  ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ের ওই স্কুলছুট কিশোরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

জেরায় ওই কিশোরের দাবি, এক বন্ধুর সঙ্গে টাকা নিয়ে তার ঝামেলা চলছিল। তাকে ‘উচিত শিক্ষা’ দিতে সে এই কাণ্ড করেছে। যদিও কিশোরের দাবির সত্যতা যাচাই করছে পুলিশ। তদন্তকারীদের কাছে ওই কিশোরের দাবি, বন্ধুকে ফাঁসাতে তার নামেই একটি এক্স অ্যাকাউন্ট খোলে। তার পর সেই অ্যাকাউন্ট থেকেই বিমানে বোমার হুমকি দেয় সে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রথমে চারটি বিমানে বোমার হুমকি দেয় কিশোর। তার মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমান ছিল। এই বোমাতঙ্কের জেরে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এআই ১১৯ বিমানটিকে নয়াদিল্লিতে জরুরি অবতরণ করানো হয়। আরও একটি বিমান বাতিল করা হয়। মঙ্গলবারেও সাতটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বুধবারেও বেশ কয়েকটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়।

প্রসঙ্গত, সোমবারের পর মঙ্গলবার সাতটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই নাবালককে গ্রেপ্তার করা হয়। তবে গোটা ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু।