Wednesday, December 24, 2025

উত্তরাখণ্ডে দশম শ্রেণির এক ছাত্রীকে হোটেলে আটকে গণ ধর্ষণ, ধৃত ৫

Date:

Share post:

এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদওয়ানির একটি নামী স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী গণ ধর্ষণের (Gang-Raped) শিকার। দিল্লির একটি হোটেলে মহারাষ্ট্রের তিনজন সহ পাঁচজন ওই ছাত্রীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ বৃহস্পতিবার দিল্লি থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে।নির্যাতিতা ছাত্রীর বাবা অভিযোগ করেন, গত ৪ অক্টোবর স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।তারপরই নিখোঁজের একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। গতকাল নির্যাতিতাকে উদ্ধার করেছে পুলিশ।

দিল্লি পুলিশ(Delhi police) সূত্রে জানা গিয়েছে, গত ৪ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় কিশোরী। তার বাবা স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই অভিযোগ পেয়েই কিশোরীর খোঁজে নামে পুলিশ। তদন্তে জানা যায়, কিশোরীকে শেষ দেখা গিয়েছিল হলদওয়ানি স্টেশনে। সেখানকার সিসিটিভি(cctv) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।সেই ফুটেজে দেখা যায় দিল্লিগামী একটি ট্রেনে উঠছে কিশোরী। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ।হলদওয়ানি পুলিশ যোগাযোগ করে দিল্লি পুলিশের সঙ্গে। সেখানেও কিশোরীর খোঁজে তল্লাশিতে নামে পুলিশ।

দিল্লি স্টেশনের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।দেখা যায়, একটি গাড়িতে করে পাঁচ যুবক এবং ওই কিশোরী যাচ্ছে।এরপরই সেই সূত্রে ধরে গাড়ির সন্ধান পায় পুলিশ।গাড়িচালক কোথায় ওই কিশোরীকে নামিয়েছিল, সেই এলাকাও জানতে পারে পুলিশ। তার পরই হোটেলের খোঁজ পাওয়া যায়। সেই হোটেল থেকে কিশোরীকে উদ্ধার করে হলদওয়ানিতে নিয়ে আসা হয়। কিশোরীর কাউন্সেলিং করানোর সময় গণধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরই হলদওয়ানি পুলিশ আবার দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। দিল্লি পুলিশ আবার সেই হোটেলে গিয়ে পাঁচ যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে তিন জন মহারাষ্ট্রের এবং দু’জন দিল্লির বাসিন্দা।

জানা গিয়েছে, বাড়িতে কাউকে না বলেই দিল্লিগামী ট্রেনে উঠে পড়েছিল দশম শ্রেণির ওই ছাত্রী। তার বাড়ি উত্তরাখণ্ডের হলদওয়ানিতে। ট্রেনেই তার সঙ্গে বন্ধুত্ব হয় পাঁচ যুবকের। অভিযোগ, ওই যুবকেরা কিশোরীকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে যান। দিল্লির একটি হোটেলে ওঠেন তারা। অভিযোগ, সেই হোটেলেই কিশোরীকে গণধর্ষণ করা হয়।









spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...