হাসপাতালের নিরাপত্তা এবং রাত্তিরের সাথী প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্যসচিবের

মূলত পূর্ত দফতরের তরফে রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি, ওয়াশরুম ও রেস্ট রুমের কাজ করা হচ্ছে।

সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়ানো ও রাত্তিরের সাথী প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার ফের দু দফায় বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। এদিন ফের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সুরক্ষা ও পরিকাঠামো ব্যবস্থা নিয়ে তিনি স্বাস্থ্য দফতরেরর পাশাপাশি পূর্ত দফতরের সঙ্গেও বৈঠক করেন।পূর্ত দফতরেরর সচিব অন্তরা আচার্যর কাছ থেকে তিনি হাসপাতালে রেস্টরুম ও ওয়াশরুম, সিসিটিভি ইত্যাদির পরিকাঠামো সংক্রান্ত অগ্রগতির সম্পর্কে খোঁজ নেন।সিবিআইয়ের কাছ থেকে অনুমতি পাওয়ার পর আরজি কর হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছ। চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই ওই কাজ শেষ হওয়ার কথা।এই বিষয় নিয়েও  মুখ্যসচিব পূর্ত দফতরের সচিবের সঙ্গে আলোচনা করেছেন।

মূলত পূর্ত দফতরের তরফে রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি, ওয়াশরুম ও রেস্ট রুমের কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় কাজ রাজ্যের পূর্ত দফতর করছে।হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও বৈঠক হয়েছে তাঁদের। সরকারের নির্দেশ মতো কাজ কতদূর হয়েছে সেটা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিনের আলোচনার বিষয়বস্তু তাকে জানানো হবে।