শুক্রবার শুরু হল উপাচার্য নিয়োগের ইন্টারভিউ

শুক্রবার থেকে শুরু হল কলকাতা সহ তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি সেরা পাঁচ শতাধিক আবেদনকারীকে বেছেছে। এবার সেখান থেকেই ইন্টারভিউর মাধ্যমে শুরু হল নিয়োগ প্রক্রিয়া।

প্রথম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রত্যেকদিন তিনটি করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ইন্টারভিউ হবে। এরপর পুনরায় তা শুরু হবে ৬ নভেম্বর থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় ২০-র বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শুক্রবার ইন্টারভিউ প্রক্রিয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারীকে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত আলাদা আলাদা সার্চ কমিটি সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেছে নেবেন।

আরও পড়ুন- ফাঁস গেরুয়া-কেলেঙ্কারি! মহারাষ্ট্রে ১০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বিজেপি