মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, সোমবার নবান্নে বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তাররা

“আমরা সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে যাব। উনি আমাদের দাবি মেনে নিন, আমরাও কাজে ফিরতে চাই। নির্দেশিকা বের করার জন্য গত ১৪ দিন ধরে বসে আছি।“ শনিবার, অনশনমঞ্চ থেকে মুখ্যসচিবের ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় আন্দোলনকারীদের। তাঁর সঙ্গে বৈঠক করতে চান আন্দোলনকারীরা। আবেদন মেনে সোমবার, বিকেল ৫টায় নবান্নে বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী। ১০ জন প্রতিনিধি নিয়ে যেতে হবে। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) সময়ে পৌঁছতে বলেন মুখ্যমন্ত্রী।

এরপরেই ফের জিবি মিটিং করেন জুনিয়র ডাক্তাররা। বৈঠক শেষে তাঁরা জানান, সোমবার নবান্নে যাবেন। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, “আমাদের মনে হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের দশ দফা দাবি স্পষ্ট ভাবে জানেনই না।“তবে দাবি মানা না হলে, কাজে ফিরবেন না বলে হুমকি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অনশনরত স্নিগ্ধা বলেন, “যে দিন অনশনে বসেছি, সে দিনও ডিউটি করে এসেছি। আর আমরা মাত্র আট জন এখানে অনশনে বসার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে? এটা উনি কী ভাবে বললেন? উনি দাবি মেনে নিন, তা হলে এখনই কাজে ফিরব আমরা।“

আরেক অনশনকারী আলোলিকা ঘোড়ুই বলেন, “ইমেল করে আগেও আমরা দাবিগুলি জানিয়েছি। এখানে অনশনে বসার আগেও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। আমাদের সব সহকর্মী কাজে ফিরেছেন। শুধু আমরা আট জন কাজ করছি না, যারা অনশনে বসে আছি। আ্মরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। কারণ, আমরা ন্যায়বিচার পাইনি।“ অনশনকারী রুমেলিকা কুমারের মতে, “এত দিন ধরে একই দাবি জানিয়েছি। তবু ৭১ দিন পরেও শুনছি উনি দাবিগুলি জানেনই না। তা হলে কি ওঁকে জানানো হচ্ছে না?“ আন্দোলনকারীদের মতে, এই কারণেই তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে কথা বলতে চান। সোমবার নবান্নে ঠিক সময় পৌঁছতে বলেন মুখ্যমন্ত্রী। কারণ এর আগে তাঁর সঙ্গে বা মুখ্যসচিবের সঙ্গে সমস্ত বৈঠকেই আন্দোলনকারীরা নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে দু ঘণ্টা দেরিতে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী যে তার পুনরাবৃত্তি চান না, সেটা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট।