Saturday, August 23, 2025

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে খানিকটা অক্সিজেন পেয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু অস্বস্তি যেন কিছুতেই ছাড়ছে না নাইট শিবিরের ড্রেসিংরুম থেকে। পরের ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই ম্যাচেই অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane) খেলা ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। ডান হাতে চোট পেয়েছেন রাহানে। হাতে সেলাইও পড়েছে নাইট রাইডার্স অধিনায়কের। আর তাতেই চিন্তা বাড়ছে কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে। যিদও এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তারমধ্যে তিনি সেরে উঠতে পারেন কিনা সেটাই দেখার।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতেছে কেকেআর। কিন্তু কেকেআরের বোলিংয়ের সময়ই ডান হাতের আঙুলে বড় চোট পেয়ে খেলার মাঝপথেই মাঠ ছেড়েছিলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ম্যাচের ৯ নম্বর ওভারে রাসেলের বোলিংয়ের সময় শর্টে ফিল্ডিং করার সময়ই সেই চোটটি পান নাইট অধিনায়ক।

এরপরই মাঠ ছেড়ে হেড়িয়ে যেতে হয় তাঁকে। নাইট রাইডার্স(KKR) ম্যাচ জিতলেও আর মাঠে নামতে পারেননি অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ডাগ আউটে তাঁর হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। ফিজিও তত্ত্বাবধানে থাকলেও সেই ছবি কিন্তু নাইট ভক্তদের জন্য খুব একটা আশা ব্যাঞ্জক নয়। বরং চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে।

এবারের আইপিএলে(IPL) নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। এই ম্যাচেও ২৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই রাহানের চোটে বেশ চিন্তায় নাইট শিবির। শোনাযাচ্ছে বুধবার সকালে একবার তাঁর চোট পরীক্ষা হয়েছে। বুধবারই শহরে ফিরছে নাইট রাইডার্স। এখানে আসার পরই ফের একবার পরীক্ষা হবে তাঁর।

আগামী রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে ম্যাচ হলেও, নাইট শিবিরের কাছে এটা যে বড় পরীক্ষা তা বলার অপেক্ষা রাখেনা। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থানের রয়্যালসরা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version