Tuesday, November 4, 2025

ভারতীয় সেনা খুনে কানাডার সরকারি আধিকারিক! প্রত্যর্পণ চেয়ে চাপ বাড়াল নয়াদিল্লি

Date:

খালিস্তানি (khalistan) জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের দিকে প্রমাণহীন অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এবার পাল্টা সন্ত্রাসে মদত দেওয়া এবং ভারতীয় সেনাকে খুনের অভিযোগে কানাডার সীমান্তরক্ষী বাহিনির এক আধিকারিককে প্রত্যর্পণের দাবি জানাল ভারত। দিন কয়েক আগে ভারতের (India) বিদেশমন্ত্রকের তরফে, কানাডার অধিবাসী ২৬ জনকে ভারতে প্রত্যর্পণের আবেদন করা হয়েছিল। সেই বিষয়ে এড়িয়ে গেছে জাস্টিন ট্রুডোর দেশ।

একদিকে ভারতের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কোনও তথ্য আগে থেকে দেয়নি বলে স্বীকার করে নেয় কানাডা (Canada)। সেই সঙ্গে নিজেদের দেশেই খালিস্তানপন্থীদের সমর্থনের পথে গিয়ে চাপের মুখে ট্রুডো সরকার। এই পরিস্থিতিতে যখন উপপ্রধানমন্ত্রীকে (Deputy Prime Minister) প্রশ্ন করা হয় নিজ্জর খুনের আগে তার বিদেশ যাত্রায় কেন নিষেধাজ্ঞা জারি করেছিল কানাডা সরকার, তিনি উত্তর দিতে পারেননি।

এবার ট্রুডো সরকারের দুর্বলতার রেশ ধরেই ফের কানাডাকে তোপ দাগল ভারত। সন্দীপ সিং সিধু (Sandeep Singh Sidhu) নামে কানাডার সীমান্তরক্ষী বাহিনির এক আধিকারিককে প্রত্যর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। পাক-খলিস্তানি জঙ্গি লখবির সিংয়ের (Lakhbir Singh) সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে দাবি ভারতীয় কূটনীতিকদের। তার বিরুদ্ধে খলিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে শৌর্যচক্র পাওয়া সেনা অফিসার বলবিন্দর সিংহ সাঁধুকে হত্যার অভিযোগ রয়েছে, দাবি ভারতের।

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...
Exit mobile version