Thursday, December 18, 2025

“জোর করে হিন্দি ভাষা চাপানো হচ্ছে”, রাজ্য সঙ্গীত বির্তকের মাঝেই মন্তব্য স্ট্যালিনের

Date:

Share post:

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজ্য সঙ্গীত বিতর্কে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল সংঘাত চরমে। একদিকে যেখানে রাজ্যপালকে সরানোর দাবিতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M K Stalin)। এরই মাঝে দক্ষিণের রাজ্যে ফের চরম আকার নিল হিন্দি (Language) বিতর্ক। চেন্নাই দূরদর্শনে হিন্দি মাস সমাপন সমারোহ পালনের নিন্দায় সরব ডিএমকে নেতা (DMK Leader) তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Chief Minister of Tamil Nadu)। কড়া ভাষায় এর প্রতিবাদ করে এমকে স্ট্যালিন জানান, “ভারত বহু ভাষার দেশ। সেখানে অহিন্দিভাষী রাজ্যে জোর করে হিন্দি মাস উদযাপন আসলে অন্য ভাষাকে ছোট করা।”

তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত থেকে ‘দ্রাবিড়’ শব্দটি বাদ দেওয়া নিয়েই এই বিতর্কের সূত্রপাত। দূরদর্শনের চেন্নাইয়ের দফতরে এক অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল (Governor) আর এন রবি। সেখানে রাজ্য সঙ্গীত ‘তামিল থাই ভাজ়থু’ গানটি গান এক দল শিল্পী। গানটিতে দ্রাবিড়ভূমির সম্মানে থাকা একটি লাইন বাদ যায়। এর পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী স্ট্যালিন দাবি করেন, গানটি থেকে ‘দ্রাবিড়’ শব্দ বাদ যাওয়া রাজ্য ও তামিল ভাষার পক্ষে অবমাননাকর। তাঁর প্রশ্ন, রাজ্যপাল কি জাতীয় সঙ্গীত থেকেও দ্রাবিড় শব্দ বাদ দেবেন? তাঁর মতে, কেন্দ্রের উচিত এখনই রবিকে রাজ্যপালের পদ থেকে সরানো। কারণ, তিনি ‘দ্রাবিড় অ্যালার্জিতে’ ভুগছেন।

এবার দ্রাবিড় শব্দ বিতর্কের রেশ ধরে রেখেই, চেন্নাই দূরদর্শনে হিন্দি মাস সমাপন সমারোহ পালনের নিন্দা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M K Stalin)। এই বিষয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “চেন্নাই দূরদর্শনে হিন্দি মাস সমাপন সমারোহ পালনের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রধানমন্ত্রীর কার্যালয়, দেশের সংবিধান কোনও ভাষাকেই রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়নি। ফলে আমার পরামর্শ অহিন্দি রাজ্যে এভাবে জোর করে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা উচিৎ। এবং যে রাজ্যে যে ভাষা ব্যবহৃত হয় সেই ভাষাকে সম্মান জানিয়ে সংশ্লিষ্ট ভাষায় সমাপন সমারোহ আয়োজন করা উচিৎ।”

এদিকে রাজ্যপালের দফতরের তরফ থেকে স্ট্যালিনের এহেন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, যে অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে রাজ্যপাল একজন অতিথি হিসেবে গিয়েছিলেন। তিনি রাজ্য সঙ্গীত সম্পর্কে কোনও নির্দেশই সেখানে দেননি। যাঁরা গানটি গাইছিলেন, তাঁরাই ভুল করে সেই লাইনটি বাদ দিয়েছিলেন। তবে সে দাবি মানতে নারাজ স্ট্যালিন। তাঁর দাবি, আগেই এই রাজ্যপাল এই ধরনের কাজ করেছেন। প্রতিবার বিষয়টা অসাবধানতা নয় ইচ্ছাকৃত। তবে মুখ্যমন্ত্রীর দাবি না মেনে, পালটা স্ট্যালিনকে তোপ দেগেছেন রাজ্যপাল রবি (R.N. Ravi)। তাঁর অভিযোগ, ভাষাকে হাতিয়ার করে তামিলনাড়ুকে দেশ থেকে আলাদা করার পরিকল্পনা করেছে এরা। তবে এই ষড়যন্ত্র সফল হবে না।

আরও পড়ুন- তৃণমূলের চাপে নতিস্বীকার! জীবন বিমার প্রিমিয়ামে GST প্রত্যাহারের পথে কেন্দ্র

 

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...