Wednesday, December 3, 2025

গেরুয়া মহিলা কমিশন! বিজেপি জাতীয় সম্পাদকই নয়া কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারম্যান

Date:

Share post:

নামেই জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) আসলে যেন গেরুয়া কমিশন! বিজেপি নেত্রী রেখা শর্মার (Rekha Sharma) কার্যকাল শেষ হতে পুনঃরায় বিজেপি নেত্রী (BJP Leader) বিজয়া কিশোর রাহাতকরের হাতেই জাতীয় মহিলা কমিশনের ক্ষমতা তুলে দিল মোদি সরকার। বর্তমানে তিনি বিজেপির জাতীয় সম্পাদক এবং গেরুয়া শিবিরের রাজস্থান ইউনিটের সহ-ইনচার্জের দায়িত্ব পালন করছেন। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিজয়া কিশোর রাহাতকর হচ্ছেন জাতীয় মহিলা কমিশনের (NCW) পরবর্তি চেয়ারম্যান।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার বাসিন্দা বিজয়া কিশোর রাহাতকর (Vijaya Kishore Rahatkar)। ১৯৯৫ সালে তিনি বুথ কর্মী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে তিনি দলের মধ্যে অগ্রসর হন। বিগত কয়েক দশক ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ৬৫ বছর বয়সি বিজয়া বিজেপির দাপুটে নেত্রী হিসেবে পরিচিত। এমনকি বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক পদে রয়েছেন তিনি। এবার তাঁকে নিযুক্ত করা হল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের হিসাবে মেয়াদ শুরু করার আগে দীর্ঘ বছর ধরে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী (BJP Leader) ভূমিকা পালন করছেন বিজয়া কিশোর রাহাতকর। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান ছিলেন তিনি। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ঔরঙ্গাবাদ বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরের মেয়র ছিলেন বিজয়া। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সম্পাদক ও ২০১৪ সালে মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি হন। এবার সেই বিজেপি নেত্রীর কাঁধে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিল মোদি সরকার।

আরও পড়ুন- কৃষ্ণনগর-কাণ্ড: শুভেন্দুর অভিযোগ উড়িয়ে তীব্র কটাক্ষ কুণালের

 

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...