Thursday, November 13, 2025

গেরুয়া মহিলা কমিশন! বিজেপি জাতীয় সম্পাদকই নয়া কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারম্যান

Date:

Share post:

নামেই জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) আসলে যেন গেরুয়া কমিশন! বিজেপি নেত্রী রেখা শর্মার (Rekha Sharma) কার্যকাল শেষ হতে পুনঃরায় বিজেপি নেত্রী (BJP Leader) বিজয়া কিশোর রাহাতকরের হাতেই জাতীয় মহিলা কমিশনের ক্ষমতা তুলে দিল মোদি সরকার। বর্তমানে তিনি বিজেপির জাতীয় সম্পাদক এবং গেরুয়া শিবিরের রাজস্থান ইউনিটের সহ-ইনচার্জের দায়িত্ব পালন করছেন। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিজয়া কিশোর রাহাতকর হচ্ছেন জাতীয় মহিলা কমিশনের (NCW) পরবর্তি চেয়ারম্যান।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার বাসিন্দা বিজয়া কিশোর রাহাতকর (Vijaya Kishore Rahatkar)। ১৯৯৫ সালে তিনি বুথ কর্মী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে তিনি দলের মধ্যে অগ্রসর হন। বিগত কয়েক দশক ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ৬৫ বছর বয়সি বিজয়া বিজেপির দাপুটে নেত্রী হিসেবে পরিচিত। এমনকি বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক পদে রয়েছেন তিনি। এবার তাঁকে নিযুক্ত করা হল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের হিসাবে মেয়াদ শুরু করার আগে দীর্ঘ বছর ধরে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী (BJP Leader) ভূমিকা পালন করছেন বিজয়া কিশোর রাহাতকর। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান ছিলেন তিনি। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ঔরঙ্গাবাদ বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরের মেয়র ছিলেন বিজয়া। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সম্পাদক ও ২০১৪ সালে মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি হন। এবার সেই বিজেপি নেত্রীর কাঁধে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিল মোদি সরকার।

আরও পড়ুন- কৃষ্ণনগর-কাণ্ড: শুভেন্দুর অভিযোগ উড়িয়ে তীব্র কটাক্ষ কুণালের

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...