Monday, August 25, 2025

সোমের বৈঠকে আসুন অনশন তুলে: জুনিয়র ডাক্তারদের ইমেলে আবেদন মুখ্যসচিবের

Date:

Share post:

বারবার তাঁদের কাছে আবেদন জানানো হচ্ছে তাঁরা যেন অনশন তুলে নেন। শনিবার ধর্মতলার অনশন মঞ্চে মুখ্যসচিবের ফোনের মাধ্যমেও অনশনরত জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) কাছে এই আবেদন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আন্দোলনকারীদের আবেদন মেনেই সোমবার নবান্নে বৈঠকের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের কাছে ইমেল গিয়েছে মুখ্যসচিবের তরফ থেকে। সেখানে অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মনোজ পন্থ (Manoj Panth)। ইমেলে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্নের বৈঠকে যোগ দিন। মুখ্যসচিব ইমেলে জানান,
সোমবার বিকেল ৫টায় বৈঠক হবে নবান্ন সভাঘরে।
বৈঠকে জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধি থাকবেন।
কারা থাকবেন, তাদের নাম ইমেল করে আগে জানাতে হবে।
বৈঠক শুরুর আধঘণ্টা আগে অর্থাৎ বিকেল সাড়ে ৪টে নবান্নে পৌঁছতে হবে।
বৈঠকের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫ মিনিট।

জুনিয়র ডাক্তারদের ফোনেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, সময়মতো বৈঠকে আসার জন্য। তবে মুখ্যসচিব তাঁর ইমেলে স্পষ্ট করে জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে অনশন তুলে আসতে হবে।

শুক্রবার, ধর্মঘটের হুমকি দিয়েছিলেন জুনিয়র ডাক্তার। শনিবার বেলা দুটোর আগেই ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আর সেখানে মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রী কথা বলেন অনশনকারী-সহ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে। বারবার তিনি অনুরোধ করেন অনশন তুলতে। জানান, আগের দাবির বেশিরভাগ মানা হয়েছে। বৈঠকে বসতে চাইলে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসুন জুনিয়র ডাক্তাররা। কিন্তু আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতে চান। কিন্তু মমতা জানান, মঙ্গলবার পর্যন্ত তাঁর অন্য কর্মসূচি আছে। তবে, জুনিয়র ডাক্তারদের আবেদন মেনে সোমবার ওই বৈঠকের সময় দেন মুখ্যমন্ত্রী। তবে আন্দোলনকারীদের শারীরিক অবস্থার কথা ভেবে অনশন তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্য সচিবের চিঠিতেও সেই একই আবেদন।







spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...