Wednesday, November 5, 2025

অনশন তুলছেন না জুনিয়র চিকিৎসকরা, বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়ে দাবি

Date:

মুখ্যসচিবের (Chief Secretary) অনুরোধ মানছেন না জুনিয়র চিকিৎসকরা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়েও অনশন (hunger strike) না তোলার দাবিতেই অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। রবিবার জেনারেল বডি বৈঠক (GB meeting) শেষে জানালেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। বৈঠকের জন্য কোনও শর্ত তাঁরা মানবেন না বলে জুনিয়র চিকিৎসকরা যে দাবি রবিবার করলেন, তার পরে ফের সোমবার নবান্নের বৈঠক ঘিরে ফের জটিলতা বাড়ালেন আন্দোলনকারী চিকিৎসকরা। এতদিন যে জুনিয়র চিকিৎসকরা নিজেরা বারবার বৈঠকের আগে একের পর এক শর্ত দিয়েছেন, এবার তাঁরা সরকারের শর্ত সরাসরি ‘না’ জানিয়ে দিলেন।

বারবার হুমকির মুখে রাজ্য সরকারকে দাবি মানতে বাধ্য করা জুনিয়র চিকিৎসকরা কার্যত ভুলে গেলেন নিজেদের শর্তের কথা। তাঁদের সুস্থতা ও শুভ কামনায় যেভাবে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এগিয়ে এসেছেন শনিবারও তার ব্যতিক্রম হয়নি। অনশন মঞ্চে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) ও স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary) কথা বলার জন্য পাঠালেও মুখ্যমন্ত্রী নিজে ফোনে কথা বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একটি বাদ দিয়ে সব দাবিই মেনে নেওয়া হয়েছে। এরপর তাঁদের দ্রুততার সঙ্গে সোমবার নবান্নে (Nabanna) বৈঠকেও ডাকেন তিনি।

সেই বৈঠকে যোগ দেওয়া নিয়ে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেনারেল বডি মিটিং করেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে নবান্নে বৈঠকে যোগ দেওয়ার দাবি জানিয়েও নিজেদের জেদে অনমনীয় থাকেন তাঁরা। দেবাশিস হালদার জানান, বৈঠকে যোগ দেওয়ার কোনও পূর্ব শর্ত তাঁরা মানবেন না। তাঁদের সাথীরা আরও দুদিন অনশনে (hungers strike) থাকতে পারবেন। তবে বৈঠকের আগে অনশন উঠবে না। বৈঠকের ফলাফল যা-ই হোক তারপর যে অনশন উঠবে তার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। বৈঠকে নেতিবাচক ফল হলে সর্বাত্মক ধর্মঘটের পথে যাবেন বলে জানান জুনিয়র চিকিৎসকরা। তখন অনশন তুলেই কর্মসূচিতে যোগ দেবেন ধর্মতলায় থাকা চিকিৎসকরা।

তবে সরকারের অনুরোধে সরাসরি না বলা জুনিয়র চিকিৎসকরা এদিন ভুলে গেলেন আর জি করা আন্দোলন নিয়ে যতবার নবান্নের ডাকা বৈঠকে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, শর্ত (condition) তাঁরাই দিতেন। এক্ষেত্রে নবান্নের (Nabanna) মেলে যে দশজন প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল, তা তাঁরা মানবেন কিনা তাও জানানো হয়নি। ফলে একাংশের বিশেষজ্ঞরা মনে করছেন অনশন না তোলার বার্তা দিয়ে ফের জটিলতা বাড়ালেন জুনিয়র চিকিৎসকরা। যার প্রতিফলন সোমবার বৈঠকের আগে দেখা যেতে পারে।

Related articles

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...
Exit mobile version