বাবা সিদ্দিকীর মৃত্যুর পর সলমন খানকে (Salman Khan) নিয়ে আশঙ্কা বাড়ছে বলিউডের (Bollywood)। একের পর এক হুমকির জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলিউডের ভাইজানের। অভিনেতাকে Y+ নিরাপত্তা দিয়েছে পুলিশ। এনসিপি নেতা খুনের পর বেড়েছে নিরাপত্তার ধাপ। অভিনেতার সঙ্গে সর্বদা থাকেন ১১ পুলিশ বাহিনী। এর সঙ্গে ৬০ থেকে ৭০ জন কমান্ডোও রয়েছে। এখানেই শেষ নয়। অনস্ক্রিন ‘বডিগার্ড’কে নিরাপত্তা দিতে রয়েছে ৩৫ জন রিয়েল বডিগার্ড।

সলমনের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁর পরবর্তী ছবি সিকন্দরের (Sikandar) শুটিংয়ের সিডিউলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যদিও বিগবস-এর শুটিং চালিয়ে যাচ্ছেন সুপারস্টার। এখন তিনি যেখানেই যান না কেন, প্রথমেই সেই এলাকার থানাকে জানানো হচ্ছে। সেখান থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিনেতার পৌঁছনোর আগেই এলাকার রেইকি করবে। তারপর যাবে অভিনেতার গাড়ি। সলমনের ত্রিস্তরীয় নিরাপত্তায় ১২টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। গোটা বাড়ি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত গার্ডদের কাছে থাকছে আধুনিক পিস্তল, এম পি ফাইভ গান, একে ৪৭। সলমনের বাড়ির বাইরে ৩৫ জনের বেশি অস্ত্রধারী পুলিশকর্তা চব্বিশ ঘণ্টা উপস্থিত থাকছেন। কনভয়ে চারটি পুলিশের গাড়ি থাকছে, অভিনেতার গাড়ি সম্পূর্ণ বুলেট প্রুফ। সুপারস্টারের নিজের কাছেও লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে। প্রয়োজনে তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে।
