Sunday, January 11, 2026

বাংলার নামে কুৎসা! মিথ্যা বলে দিল্লিতে প্রচারে থাকার চেষ্টা জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

একের পর এক চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনা দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বইয়ে। খোদ রাজধানীতে একের পর এক হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের যৌন নিগ্রহের ঘটনার পরেও দিল্লিতে সাংবাদিক বৈঠক করে শুধুমাত্র কলকাতার আর জি করের ঘটনার (R G Kar incident) বিচার চাইলেন জুনিয়র চিকিৎসকরা। গোটা দেশের চিকিৎসকদের সঙ্গে গলা মিলিয়ে বাংলার নিন্দায় সরব হলেন বাংলার জুনিয়র চিকিৎসকরাও। সেই সঙ্গে রাজ্যের নামে মিথ্যা বলতেও গলা কাঁপল না জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনে বাধা ও আলোচনায় বসতে অস্বীকার করার মতো মিথ্যা অভিযোগ দিল্লিতে বসে তুললেন জুনিয়র চিকিৎসকরা।

মুখ্যমন্ত্রী নিজে যেদিন অনশন করতে থাকা ও সমর্থন করা চিকিৎসকদের আলোচনার জন্য ডেকেছেন, সেই সোমবারই উদ্দেশ্যমূলকভাবে দিল্লিতে সাংবাদিক সম্মেলন জুনিয়র চিকিৎসকদের (junior doctors)। কলকাতায় যে দাবি নিয়ে নবান্নে আলোচনা আন্দোলনকারী চিকিৎসকদের, সেই দাবি পড়ে শোনানো হয় সাংবাদিক বৈঠকে। যে নির্যাতিতার বিচার সিবিআই (CBI) তদন্তের অধীন রয়েছে, সেই বিচারের দাবি বাংলার রাজ্য সরকারের কাছে চেয়ে বিভিন্ন রাজ্যের চিকিৎসকরা এদিন সরব হন। নিরাপত্তা সংক্রান্ত যে কাজের বিবরণ সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্যের তরফ থেকে পেশ করা হয়েছে, সেই সব দাবি নিয়ে সরব হন তাঁরা।

রাজ্যের জুনিয়র চিকিৎসকদের ইন্ধনে দিল্লির চিকিৎসকরা বাংলার সরকারের বিরুদ্ধে সরব হন, যেখানে এইমসের (AIIMS, Delhi) মতো হাসপাতালে দুদিন আগে যৌন নিগ্রহের শিকার হন মহিলা নিরাপত্তা কর্মী। আর এই পথে দিল্লির চিকিৎসকদের ইন্ধন দেন বাংলার জুনিয়র চিকিৎসকরাই (junior doctors)। জোর করে শহরের বুকে অনশন চালিয়ে যাওয়া চিকিৎসকদের প্রচারের আলোয় রাখা ও সমর্থন আদায়ের জন্য দেশের অন্যান্য রাজ্যের চিকিৎসকদের সমর্থন দাবি করেন রাজ্যের চিকিৎসকরাই।

বাংলা থেকে প্রতিনিধিত্ব করা জুনিয়র চিকিৎসকরা অকপট মিথ্যা বলতেও দ্বিধা করেননি দিল্লিতে। দিল্লিতেই লাদাখের পরিবেশ নিয়ে অনশনে বসা সোনম ওয়াংচুর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছে। একই আইনে ধর্মতলায় আইন ভেঙে অনশনে বসা চিকিৎসকদের সব রকম পরিষেবার সঙ্গেই অবস্থান করছেন। তারপরেও জুনিয়র চিকিৎসকরা দিল্লিতে দাবি করেন তাঁদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বারবার স্বাস্থ্য দফতরের আধিকারিক থেকে মুখ্যসচিব পর্যন্ত অনশন মঞ্চে গিয়ে আলোচনা চালানো হলেও দিল্লিতে জুনিয়র চিকিৎসকরা দাবি করেন, রাজ্য তাঁদের সঙ্গে আলোচনা অস্বীকার করেছেন। গোটা দেশের মিডিয়া যে ছবি তুলে ধরেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, যিনি বারবার আন্দোলন মঞ্চে নিজে গিয়ে বা আলোচনায় ডেকে পাঠিয়েছেন আন্দোলনকারীদের, সেই ছবিকেও কার্যত নির্ভেজাল মিথ্যা দাবি করলেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা।

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...