Sunday, May 4, 2025

চলন্ত ট্রেনে যুবতীর ছবি তোলার চেষ্টা, বাধা দিয়ে আক্রান্ত সঙ্গী

Date:

Share post:

চলন্ত ট্রেনে যুবতীর ছবি তোলার চেষ্টা! বাধা দিতে গিয়ে মার খেতে হল সঙ্গীকে। এই ঘটনায় রবিবার রাতে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) থেকে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে রেলপুলিশ (জিআরপি)। যদিও তরুণীর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার সময়েও অভিযুক্তেরা তাঁকে “দেখে নেওয়ার” হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, জিআরপি আধিকারিকেরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার (Harassed) করেন বলেও অভিযোগ করেছেন ওই যুবতী।

অভিযোগকারিণীর কথায়, “ঢাকুরিয়া (Dhakuria) থেকে ট্রেনে উঠেছিলাম। পার্ক সার্কাস থেকে কয়েক জন যুবক ওঠেন। তাঁরা আমার ছবি তুলতে শুরু করেন। আমি প্রতিবাদ করি। ওরা বলেন, বেশ করেছি। রাগ সামলাতে না পেরে ওদের মধ্যে এক জনকে চড়় মারি। তখন ওরা একসাথে আমার বন্ধুকে ঘিরে ধরে মারতে শুরু করেন। চলন্ত ট্রেনে যাত্রীদের সামনেই এই ঘটনা ঘটে।”

এরপর ট্রেন শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে জিআরপি (GRPF) আধিকারিকেরা অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেন। যদিও অভিযোগকারী তরুণীর বাবার অভিযোগ (Allegedly), জিআরপি থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয়। তাঁর কথায়, “কর্তব্যরত জিআরপি আধিকারিকের সামনেই অভিযুক্তেরা আমার মেয়েকে হুমকি দিচ্ছিলেন। আমাকেই প্রথমে গ্রেফতার করার হুঁশিয়ারি দেন।”

এই প্রসঙ্গে শিয়ালদহ জিআরপির (GRPF) আইসি বাসুদেব মল্লিক বলেন, “আমাদের কাছে অভিযোগ দায়ের হয়েছে। আমরা তিন জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছি।”

আরও পড়ুন- ‘ডানা’ সতর্কতা: রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কেন্দ্রের


 

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...