Friday, November 7, 2025

চলন্ত ট্রেনে যুবতীর ছবি তোলার চেষ্টা, বাধা দিয়ে আক্রান্ত সঙ্গী

Date:

চলন্ত ট্রেনে যুবতীর ছবি তোলার চেষ্টা! বাধা দিতে গিয়ে মার খেতে হল সঙ্গীকে। এই ঘটনায় রবিবার রাতে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) থেকে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে রেলপুলিশ (জিআরপি)। যদিও তরুণীর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার সময়েও অভিযুক্তেরা তাঁকে “দেখে নেওয়ার” হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, জিআরপি আধিকারিকেরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার (Harassed) করেন বলেও অভিযোগ করেছেন ওই যুবতী।

অভিযোগকারিণীর কথায়, “ঢাকুরিয়া (Dhakuria) থেকে ট্রেনে উঠেছিলাম। পার্ক সার্কাস থেকে কয়েক জন যুবক ওঠেন। তাঁরা আমার ছবি তুলতে শুরু করেন। আমি প্রতিবাদ করি। ওরা বলেন, বেশ করেছি। রাগ সামলাতে না পেরে ওদের মধ্যে এক জনকে চড়় মারি। তখন ওরা একসাথে আমার বন্ধুকে ঘিরে ধরে মারতে শুরু করেন। চলন্ত ট্রেনে যাত্রীদের সামনেই এই ঘটনা ঘটে।”

এরপর ট্রেন শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে জিআরপি (GRPF) আধিকারিকেরা অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেন। যদিও অভিযোগকারী তরুণীর বাবার অভিযোগ (Allegedly), জিআরপি থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয়। তাঁর কথায়, “কর্তব্যরত জিআরপি আধিকারিকের সামনেই অভিযুক্তেরা আমার মেয়েকে হুমকি দিচ্ছিলেন। আমাকেই প্রথমে গ্রেফতার করার হুঁশিয়ারি দেন।”

এই প্রসঙ্গে শিয়ালদহ জিআরপির (GRPF) আইসি বাসুদেব মল্লিক বলেন, “আমাদের কাছে অভিযোগ দায়ের হয়েছে। আমরা তিন জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছি।”

আরও পড়ুন- ‘ডানা’ সতর্কতা: রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কেন্দ্রের


 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version