Monday, August 25, 2025

ডাক্তারদের অন্দোলনকে ‘ভরতনাট্যম’ বলে তীব্র কটাক্ষ সাংসদ অভিজিৎ

Date:

জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে শুনতে হয়েছিল ‘গো ব্যাক’। এবার সেই আন্দোলনকে ‘ভরতনাট্যম’ বলে কটাক্ষ করলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর অভিযোগ, জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে সমস্যায় পড়ছেন রোগীরা। আন্দোলনের তীব্র সমালোচনা বলে বিজেপি সাংসদের অভিযোগ, এই আন্দোলনের পিছনে রয়েছে বাম-অতিবাম সংগঠনগুলি।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) অভিযোগ, “রোগীরা হাসপাতালে আসছেন অথচ ভর্তি হতে পারছেন না। এতে ডাক্তাররা নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন।” নাম না করে এই আন্দোলন নিয়ে বামেদের দিকে আঙুল তুলেছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “ডাক্তারদের এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে আমি তার নাম করছি না। ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন এরা অরাজনৈতিক নন। এদের পিছনে আছে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএমের কিছু অংশ আর অতি বাম কিছু অবয়বহীন গোষ্ঠী তারাই ডাক্তারদের আন্দোলনকে চালাচ্ছে।” ডাক্তারদের এই আন্দোলনকে জনবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রাক্তন বিচারপতির দাবি, আদালতে এক মিনিটের মধ্যে এই আন্দোলনে স্টে হয়ে যাবে।জুনিয়র ডাক্তার আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূমিকার প্রশংসা শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তাঁর কথায়, “আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এতদূর যাবেন। এখনও তাঁর মানবিক মুখ দেখা যায়। তবে ডাক্তাররা ভুল করছেন। এটা কোনও আন্দোলনই হচ্ছে না। তাদের আন্দোলন অন্ধকার গলিতে ঢুকে পড়েছে। মনে রাখতে হবে যে মানুষ নির্যাতিতার বিচার চাইছে ডাক্তারদের ভরতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না।”

আর জি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনে ফিরতে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি (BJP) সাংসদ বলেন, “এরা নিজদের স্বার্থে আন্দোলনকে চালিত করতে গিয়ে আমাকে গো ব্যাক বলেছে অথবা আমাদের অন্য কাউকে গো ব্যাক বলেছে। অথচ সিপিএমের বহু নেতাদের বা নকশালদের বেশ কয়েকজন নেতাকে তাদের আন্দোলনে দেখা গিয়েছে।”







Related articles

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...
Exit mobile version