Wednesday, November 5, 2025

নিয়োগে আইনি বাধা! আদালতে তৎপর হোন ডাক্তাররাও, চান মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ, যে পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা তা যে আদালতের জটিলতায় আটকে রয়েছে তা জুনিয়র চিকিৎসকদের (junior doctors) সঙ্গে বৈঠকে সবার সামনে স্পষ্ট করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের একাধিক পদক্ষেপে বিরোধী রাজনৈতিক দল থেকে বিশেষ বিশেষ ব্যক্তির পিআইএল (PIL) করা এখন বিশেষ বিশেষ ব্যক্তিদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তার গেরোয় আটকে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়াও। স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন স্তরের কর্মীর সংখ্যা কম থাকায় যে সমস্যা তৈরি হয় তা মেটাতে এবার চিকিৎসকদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

ওবিসি কোটার নিয়োগ (recruitment) জটিলতা আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের দাবিকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “নিয়োগ সম্পর্কে আপনাদের সঙ্গে আমি একমত। দ্রুততার ভিত্তিতে শূন্যপদ (vacancy) পূরণ করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে সরকারের হাত বাঁধা হয়ে যায় তখন। কেউ না কেউ গিয়ে আজকাল একটা পিআইএল (PIL) করে দেয়।”

যতবার সদর্থক ভূমিকা নিয়ে রাজ্যে নিয়োগ ততবার আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, “সেটা একপেশে (one sided) সিদ্ধান্ত হয়ে যায়। আমরা বললেও আমাদেরটা মানতে চায় না। বিচারটা আমাদের হাতে নেই। ওবিসি সংরক্ষণ (OBS reservation) যখন আমরা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিলাম তখন এটার নিয়ম ছিল। এটা আছে।”

তবে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই বিষয়টি বারবার থমকে যাচ্ছে বলে উল্লেখে করে চিকিৎসকদেরই নিয়োগ জটিলতা কাটাতে আদালতে আবেদনের কথা বলেন তিনি। চিকিৎসকদের অনুরোধ করেন, “সুপ্রিম কোর্টে (Supreme Court) বিষয়টি বিচারাধীন। নিয়মিত চেষ্টা করা হচ্ছে বিষয়টিকে উত্থাপন করার জন্য। কিন্তু লিস্টেড (listed) করতে পারছি না। তোমরা যদি নিজেরা উদ্যোগ নাও, তোমরাও তো আদালতে দাঁড়াও। ওবিসি সংরক্ষণ (OBC reservation) বিষয়টিকে তোমরাও যদি সমর্থন করে যদি বলো বিষয়টি দ্রুত বিচারের পথে আনতে। স্বাস্থ্য, পুলিশে হাজার হাজার নিয়োগ বাকি রয়েছে। যাঁরা ডাক্তার হয়েছেন তাঁরা কাজ করার যোগ্য। লোকবল বাড়াতে গেলে আমার ডাক্তার চাই।”

spot_img

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...