Wednesday, August 27, 2025

JPC-র বৈঠকে তুমুল উত্তেজনা: অভিজিতের সঙ্গে বচসা, কাচের বোতল ভেঙে হাত কাটল কল্যাণের

Date:

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুমুল উত্তেজনা। বোতল ছোড়াছড়ি, কাচের বোতল ভেঙে হাত কাটল তৃণমূল (TMC) নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। সূত্রের খবর, মঙ্গলবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত JPC বৈঠকে BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) সঙ্গে তুমুল বচসা বাধে কল্যাণের (Kalyan Banerjee)। পরিস্থিতি চরমে উঠলে বোতল ছোড়াছুড়ি শুরু হয়। সেই সময়, একটি কাচের জলের বোতল ভেঙে হাত কাটে তৃণমূল সাংসদের। তাঁর হাতে চারটি সেলাই করতে হয়। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বৈঠক বন্ধ হয়ে যায়। জেপিসি থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পেশ হলেও এবার আর সংখ্যাতত্বের জোরে তা পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। বিরোধীদের আপত্তির জেরে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে (JPC) পাঠানো হয়েছে। ৩১ সদস্যের কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার। চেয়ারপার্সন হয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। সেই কমিটির বৈঠকেই এদিন বিজেপি সাংসদ অভিজিতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কল্যাণের। এই সময়েই বিরোধী শিবিরকে আক্রমণ করেন নিশিকান্ত দুবে, অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়-সহ বিজেপির সাংসদরা৷ দেশের সামগ্রিক উন্নয়নকে মাথায় না রেখেই সংখ্যালঘু তোষণের কাজ করছে বিরোধী শিবির, অভিযোগ করেন তাঁরা৷ এই মন্তব্যের প্রতিবাদে সরব হন কমিটির সদস্য বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সংসদীয় সূত্রের দাবি, সেই সময়েই কল্যাণ ও অভিজিতের মধ্যে বচসা তৈরি হয়৷ বাংলার শাসকদল তৃণমূলকে উদ্দেশ্য করে ছাপার অযোগ্য কটুক্তি করেন বিজেপি সাংসদ অভিজিত্‍, এমনই দাবি সূত্রের৷ বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বাংলার জনতার রায়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, পরপর তিনবার বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গবাসী-সাফ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সংসদীয় সূত্রের অভিযোগ, এর পরেও ফের বাংলার শাসকদলকে উদ্দেশ্য করে কটুক্তি করেন বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়৷ এই সময়েই ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ। পরিস্থিতিতে চরমে পৌঁছলে বোতল ছোড়াছুড়ি হয়। তাতে হাত কাটে কল্যাণের। চারটি সেলাই দিতে হয়েছে।

বৈঠক থেকে বেরিয়ে যান তৃণমূল সাংসদ। ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি তাঁকে ধরে নিয়ে বের হন। পাশে ছিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সেখান থেকে বেরিয়ে স্যুপ খেতে দেখা যায় তাঁদের। জেপিসি থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যদিও এই বিষয় নিয়ে কোনও পক্ষই এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।







Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version