কপিরাইট থেকে ট্রেডমার্ক, হাইকোর্টে এবার মামলা শুনবে নির্দিষ্ট বেঞ্চ

বিভিন্ন ক্ষেত্রের মামলা শোনার নির্দিষ্ট বেঞ্চ থাকলেও ইনটেলেকচুয়াল প্রপার্টি (intellectual property) সংক্রান্ত মামলা শোনার কোনও বেঞ্চ ছিল না

কপিরাইট (copyright) সমস্যা বা পেটেন্ট (patent) সমস্যা নিয়ে আদালতে গেলে সেই শুনানি হাজারো শুনানির মাঝে পড়ে পিছিয়েই যেতে থাকে। সেই সময়ের মধ্যে একজনের সৃষ্টি নিয়ে ব্যবসা করে ফুলেফেঁপে যায় ‘চোরেরা’। এবার শুধুমাত্র এই ধরনের মামলা শোনার জন্য আলাদা বেঞ্চ পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দেশের তৃতীয় হাইকোর্ট হিসাবে এই স্বীকৃতি পেল শতাব্দী প্রাচীন বিচারালয়। যদিও পুজোর ছুটি থাকায় এখনই এর কার্যকারিতা শুরু হচ্ছে না।

দেশের সবথেকে প্রাচীন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। বিভিন্ন ক্ষেত্রের মামলা শোনার নির্দিষ্ট বেঞ্চ থাকলেও ইনটেলেকচুয়াল প্রপার্টি (intellectual property) সংক্রান্ত মামলা শোনার কোনও বেঞ্চ ছিল না। মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) ও দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এই সব মামলার নির্দিষ্ট বেঞ্চ আগেই ছিল। কলকাতা হাইকোর্টে এই ধরনের মামলা সাধারণ মামলার সঙ্গে লিস্ট করা হতো। পরে রেজিস্টার অনুযায়ী বিচারপতিরা সেই মামলা শুনতেন। তাতে সৃষ্টির প্রতি স্রষ্টার অধিকার দাবি করে মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকত।

এবার থেকে নির্দিষ্ট বেঞ্চই এই ধরনের মামলা শুনবে। নভেম্বরে পুজোর ছুটির পরে হাইকোর্ট খুললে শুরু হবে এই বেঞ্চের কার্যকারিতা। তখন জানা যাবে কোন বিচারপতিরা এই বেঞ্চের বিচারের দায়িত্বে থাকবেন।