Saturday, November 8, 2025

আইএসএল-এ ডাবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির, ওড়িশার কাছে হারল ২-১ গোলে

Date:

আইএসএল-এ ডাবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির কাছে ২-১ গোলে হারল অস্কার ব্রুজোর দল। এই হারের ফলে মরশুমে টানা ৮ ম্যাচে হারল লাল-হলুদ। ডার্বি হারের যন্ত্রণা ভুলে মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে জোর দিয়েছিল লাল-হ্লুদ। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই যেন হারিয়ে যেতে থাকে ব্রুজোর দল। তবে এদিন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল ।

ম্যাচে এদিন শুরু থেকে আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। যার ফলে প্রথম ১২ মিনিটেই জোড়া গোলের সুযোগ আসে লাল-হলুদের সামনে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। এরপরই পালটা আক্রমণ চালায় ওড়িশা। যার ফলে ম্যাচের ২২ মিনিটে ১-০ গলে এগিয়ে যায় ওড়িশা। ওড়িশার হয়ে গোলটি করেন রয় কৃষ্ণা। ইশাকের বাড়ানো বল থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার। লাল-হলুদ ডিফেন্স তখন কার্যত নির্বাক দর্শক। এরপর আরও এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ওড়িশা। কিন্তু তা অফসাইড বলে বাতিল হয়ে যায়। তবে প্রথমার্থের ইনজুরি টাইমে সমতা ফেরায় লাল-হলুদ। ওড়িশার থইবা সিং বক্সের ভিতর হ্যান্ডবল করায় পেনাল্টি পায় লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিমিত্রিয়স।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ পালটা আক্রমণের লড়াই। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওড়িশাকে। ৬৯ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা। আহমেদ জহৌয়ের ফ্রি-কিক থেকে ফলের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লেবেরোর দল। তবে তার আগে লাল কার্ড দেখেন প্রভাত লাখরা। এরপর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে আক্রমণে গেলেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- আইপিএল-এর মেগা নিলামের আগেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ শামির


Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version