Saturday, November 8, 2025

আইএসএল-এ ডাবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির, ওড়িশার কাছে হারল ২-১ গোলে

Date:

আইএসএল-এ ডাবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির কাছে ২-১ গোলে হারল অস্কার ব্রুজোর দল। এই হারের ফলে মরশুমে টানা ৮ ম্যাচে হারল লাল-হলুদ। ডার্বি হারের যন্ত্রণা ভুলে মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে জোর দিয়েছিল লাল-হ্লুদ। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই যেন হারিয়ে যেতে থাকে ব্রুজোর দল। তবে এদিন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল ।

ম্যাচে এদিন শুরু থেকে আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। যার ফলে প্রথম ১২ মিনিটেই জোড়া গোলের সুযোগ আসে লাল-হলুদের সামনে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। এরপরই পালটা আক্রমণ চালায় ওড়িশা। যার ফলে ম্যাচের ২২ মিনিটে ১-০ গলে এগিয়ে যায় ওড়িশা। ওড়িশার হয়ে গোলটি করেন রয় কৃষ্ণা। ইশাকের বাড়ানো বল থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার। লাল-হলুদ ডিফেন্স তখন কার্যত নির্বাক দর্শক। এরপর আরও এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ওড়িশা। কিন্তু তা অফসাইড বলে বাতিল হয়ে যায়। তবে প্রথমার্থের ইনজুরি টাইমে সমতা ফেরায় লাল-হলুদ। ওড়িশার থইবা সিং বক্সের ভিতর হ্যান্ডবল করায় পেনাল্টি পায় লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিমিত্রিয়স।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ পালটা আক্রমণের লড়াই। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওড়িশাকে। ৬৯ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা। আহমেদ জহৌয়ের ফ্রি-কিক থেকে ফলের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লেবেরোর দল। তবে তার আগে লাল কার্ড দেখেন প্রভাত লাখরা। এরপর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে আক্রমণে গেলেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- আইপিএল-এর মেগা নিলামের আগেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ শামির


Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version