মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম। বাংলাদেশে (Bangladesh) আটক এই বাংলার ৮৪ মৎস্যজীবী। তাঁদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তাৎপর্যপূর্ণ বার্তা তিনি। সেই মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে বাংলাদেশের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা মুখ্যমন্ত্রীর।
৩৬ জন মৎস্যজীবী নিয়ে দুটো ট্রলার বাংলাদেশের (Bangladesh) দিকে চলে যায়। তাঁদের আটক করে জেলে রাখে সেদেশের প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, “তাঁরা জেনে গিয়েছেন, না কি না জেনে গিয়েছেন, সেটা জানি না। এত কিছু জানার পরেও আবার তিনটে ট্রলার গিয়েছে।” সেই ট্রলারে ৪৮ জন ছিলেন। তাঁরাও জেলবন্দি। এই প্রসঙ্গে মমতা উল্লেখ করেন, দিন কয়েক আগে বাংলায় ডুবে গিয়েছিল বাংলাদেশের ট্রলার। সেই মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “তাঁদের কাছে নথিপত্রও ছিল না। আমাদের যাঁরা গিয়েছেন তাঁদের আধার কার্ড রয়েছে।”