Monday, November 10, 2025

বাংলাদেশে জেলবন্দি বাংলার মৎস্যজীবী, তাৎপর্যপূর্ণ বার্তা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

Date:

মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম। বাংলাদেশে (Bangladesh) আটক এই বাংলার ৮৪ মৎস্যজীবী। তাঁদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তাৎপর্যপূর্ণ বার্তা তিনি। সেই মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে বাংলাদেশের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা মুখ্যমন্ত্রীর।

৩৬ জন মৎস্যজীবী নিয়ে দুটো ট্রলার বাংলাদেশের (Bangladesh) দিকে চলে যায়। তাঁদের আটক করে জেলে রাখে সেদেশের প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, “তাঁরা জেনে গিয়েছেন, না কি না জেনে গিয়েছেন, সেটা জানি না। এত কিছু জানার পরেও আবার তিনটে ট্রলার গিয়েছে।” সেই ট্রলারে ৪৮ জন ছিলেন। তাঁরাও জেলবন্দি। এই প্রসঙ্গে মমতা উল্লেখ করেন, দিন কয়েক আগে বাংলায় ডুবে গিয়েছিল বাংলাদেশের ট্রলার। সেই মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “তাঁদের কাছে নথিপত্রও ছিল না। আমাদের যাঁরা গিয়েছেন তাঁদের‌ আধার কার্ড রয়েছে।”এর পরই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। সাংস্কৃতিক আদানপ্রদান রয়েছে। এক‌ই ভাষায় কথা বলি। রাজনীতিতে কখনও কখনও চেহারা বদলায়। আমি আশা করি, দুই দেশের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। সীমান্তবর্তী দেশগুলো যদি একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে তাহলে সবার‌ই ভালো।” এক্ষেত্রে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে বলে আশা বাংলার মুখ্যমন্ত্রীর।







Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version