Wednesday, November 5, 2025

কলকাতা মেট্রোর ৪০ বছর পূর্তিতে পুরনো নন-এসি রেকের হেরিটেজ যাত্রা

Date:

আগামী ২৪ অক্টোবর ৪০ বছর পূরণ হবে কলকাতা মেট্রো রেলের ৷ চার দশক পূর্তি উপলক্ষে মঙ্গলবার কলকাতা মেট্রোর পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনা হল৷ মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত হেরিটেজ যাত্রা করল পুরনো নন-এসি রেক৷ উল্লেখ্য, ৪০ বছর আগে নন-এসি রেক দিয়ে সফর শুরু করেছিল এশিয়ার পঞ্চম মেট্রো রেল৷কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি আগেই জানিয়েছিলেন, ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হবে কলকাতা মেট্রোর চার দশকের পথ চলা ৷ তারই অংশ হিসেবে এদিন বাতিল হওয়া পুরনো নন-এসি মেট্রো রেকের হেরিটেজ যাত্রা হল৷

কলকাতা মেট্রোর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি (এনজিইএফ) সংস্থার তৈরি একটি নন-এসি রেক ফুল দিয়ে সাজিয়ে মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান স্টেশন এবং ফের মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হয় ৷ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর-সহ বিশিষ্টরা ৷জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি জানিয়েছেন, আগামী বছরের মধ্যে আরও ঝাঁ-চকচকে ও আরও অত্যাধুনিক মানের নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮৪ সালে এই ধরনের নন-এসি রেকে যাতায়াত করেছি ৷ আবার আজ এতগুলি বছর পর, সেই পুরোনো নন-এসি রেকে সফর করে খুবই ভালো লাগছে ৷

উল্লেখ্য, শুরুর দিনে সাড়ে তিন কিমি রুটে কলকাতা মেট্রো চালানো হয়েছিল ৷ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মেট্রো রেলে আমূল পরিবর্তন হয়েছে ৷ মেট্রোর সম্প্রসারণ হয়েছে ৷ একাধিক নতুন রুটের সংযোজন হয়েছে ৷ নন-এসি রেককে বিদায় জানিয়ে, আনা হয়েছে উন্নতমানের এসি রেক ৷ বর্তমানে ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কলকাতা মেট্রো ৷ এমনকি গঙ্গার নীচে সুড়ঙ্গ খুঁড়ে এখন মেট্রো ছুটছে ৷ আগামী বছরের মধ্যে আরও ৩০ কিলোমিটার অর্থাৎ, মোট ৯০ কিলোমিটার পথে যাত্রা করবে মেট্রো রেল ৷ সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ২০২৭ সালের মধ্যে ১৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক ৷









 

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version