Thursday, August 21, 2025

বিজয়া সম্মিলনীকে পূর্ব মেদিনীপুর জেলায় বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। মঙ্গলবার কাঁথির তিন নম্বর ব্লকের মারিশদার বিজয়া সম্মিলনী থেকে এমনই বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরকে দু’হাতে ঢেলে সাজিয়েছেন। কোথাও কোনও খামতি রাখেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা অটুট। স্থানীয় নেতৃত্বের ভুলে পূর্ব মেদিনীপুরে হারতে হয়েছে তৃণমূলকে। এবার পূর্ব মেদিনীপুরে জেলায় ১৬টির মধ্যে ১৬টি জিতেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে হবে।

এদিন কুণাল আরও বলেন, আমরা ২০২৪-এ পূর্ব মেদিনীপুরে ১৫টা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিলাম। বিধানসভায় খেলা উল্টাতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। সেই কথা মাথায় রাখতে হবে। বিজয়া সম্মিলনীকে বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে হবে। তাঁর কথা, সংগঠনকে জোরদার করতে হবে। সমস্ত খামতি মেটাতে জনসংযোগ চালিয়ে যেতে হবে। সারা রাজ্যে বিজেপির আসন কমেছে। তৃণমূলের আসন বেড়েছে। সেখানে উত্তম বারিকের মতো ছেলে কীভাবে হারে নিজের মাটিতে? আমাদের সচেতন হতে হবে।

তার স্পষ্ট কথা, নিজেরা যদি নিজেদের সহ্য করতে না পারি বিরোধীরা শেষ হাসি হাসবে। তিনি আরও বলেন, বিজেপি সারা বাংলায় দাঁড়িয়ে আছে সিপিএমের ভোটে। সিপিএমের ভোট কমে বিজেপিতে গিয়েছে। সিপিএমকে বলব ক্ষমতা থাকলে আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান। তিনি সিপিএমকে চার আনার নকুলদানা বলে কটাক্ষ করেন। আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান, তাহলে বুঝব দম আছে সিপিএমের। এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা, আইএনটিটিইউসির বিকাশ বেজ, ব্লক সভাপতি নন্দ মাইতি প্রমুখ।









Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version