ফের লরেন্স বিষ্ণোইকে খুনের ছক।তাকে খুন করার জন্য ‘পুরস্কার’ দেবে করণী সেনা। বর্তমানে জেলবন্দি ‘গ্যাংস্টার’ লরেন্স বিষ্ণোই। রাজপুত প্রভাবিত উগ্র সংগঠন হিসাবে পরিচিত ‘ক্ষত্রিয় করণী সেনা’।তাদের সর্বভারতীয় সভাপতি রাজ শেখাওয়াত একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। সেকানে তিনি বলেছেন, কোনও পুলিশ আধিকারিক বিষ্ণোইকে খুন করতে পারলে তাঁকে ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা দেওয়া হবে।
