কেন্দ্রীয় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বড়সড় বিস্ফোরণ! মুখে কুলুপ কর্তাদের

বারুদ ভরার সময় হাইড্রোলিক যন্ত্রের (hydraulic machine) সমস্যার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বিস্ফোরণের আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যায়

কেন্দ্র সরকারের বোম-বারুদের কারখানায় বিরাট বিস্ফোরণ মঙ্গলবার সকালে। মধ্যপ্রদেশের জবলপুরে (Jabalpur) এই বিস্ফোরণের জেরে আহত কমপক্ষে ১৫ জন কর্মী। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এক কর্মী দীর্ঘক্ষণ নিরুদ্দেশ থাকারও অভিযোগ করেন কর্মীরা। যদিও ঘটনা নিয়ে মুখ খোলেননি অর্ডন্যান্স ফ্যাক্টরির (Ordnance Factory) জেনারেল ম্যানেজার থেকে উচ্চপদস্থ আধিকারিকরা।

মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের খামারিয়ার (Khamaria) অর্ডন্যান্স ফ্যাক্টরি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। কারখানার একটা অংশ ভেঙে যায়। মূলত বোমা বা মিসাইল জাতীয় অস্ত্রের বারুদ ভরার রিফিলিং এফ-৬ সেকশনে (Refilling section F-6) বিস্ফোরণ ঘটে। কর্মী ও আধিকারিকদের দাবি বারুদ ভরার সময় হাইড্রোলিক যন্ত্রের (hydraulic machine) সমস্যার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বিস্ফোরণের আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যায়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুজনকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যাওয়ারও দাবি করেন কর্মীরা।