Tuesday, November 25, 2025

শান্তি প্রতিষ্ঠায় ভারত সহায়তা করবে: ব্রিকসের বাইরে পুতিনকে বার্তা মোদির

Date:

Share post:

ব্রিকস বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই রাশিয়ায় (Russia) পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কাজান (Kazan) শহরে মঙ্গলবার থেকে সম্মেলনের আগেই রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আরও একবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটলে সব রকম সাহায্য করবে ভারত, আশ্বাস দেন তিনি।

 

গত তিন মাসে দুবার রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ায় বন্দি ভারতীয়দের উদ্ধারে মোদি পুতিন বৈঠক খানিকটা কার্যকর ভূমিকা নিয়েছিল। কিছু বন্দি ভারতীয় দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন। ব্রিকস বৈঠক (Brics Summit 2024) চলাকালীন মোদির সঙ্গে চিনের প্রধানমন্ত্রী সি জিনপিংয়ের (Xi Jinping) বৈঠক নিয়ে জল্পনা থাকলেও মঙ্গলবার কাজান পৌঁছে পুতিনের সঙ্গে বৈঠকে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দুদেশের একান্ত বৈঠকে মোদির দাবি, ঘনঘন দুদেশের প্রধানদের সাক্ষাৎ তাঁদের মধ্যে নিকট সম্পর্ক আর গভীর বন্ধুত্বের প্রতীক।

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাশিয়াকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে পুতিনকে বার্তা দেন তিনি। মোদি বলেন, “রুশ-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধের বিষয়ে আমরা ক্রমাগত যোগাযোগে থেকেছি। যেমন আমরা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি সমস্যার সমাধান শান্তির পথেই হতে পারে। শান্তি ও স্থিরতা স্থাপনে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। আমাদের সব প্রচেষ্টা মানবিকতাকে গুরুত্ব দিয়েই নেওয়া হয়। আগামী দিনে ভারত সব রকম সাহায্য় করতে প্রস্তুত। আজ এই সব বিষয়গুলিতে আরও একবার বৈঠকের সুযোগ এসেছে।”

ব্রিকসের মঞ্চেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার কাজান পৌঁছে ভারতীয় ও রাশিয়ার নাগরিকদের অভ্যর্থনা গ্রহণ করেন তিনি। তবে জল্পনা অনুসারে সি জিনপিংয়ের সঙ্গে তাঁরা সাক্ষাৎ হয়নি। বুধবার সেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

বিয়ের দুয়ারে এসে বিচ্ছেদের সংকেত! স্মৃতি-পলাশের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে

রূপকথার বিয়ে বাড়িতে বিষাদের ছোঁয়া লেগেছিল আগেই। কিন্তু সময় যত এগোচ্ছে এক বিরাট ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। বাবার অসুস্থতার...

অযোধ্যার মন্দিরে ধ্বজা উত্তোলন, রাম রাজনীতিতে নজর ঘোরানোর চেষ্টা মোদির

ভোট বাক্স ভরাতে এক বছর আগে অসম্পূর্ণ রাম মন্দির (Ram Mandir, Ayodhya) উদ্বোধন করেছিলেন, এবার ধ্বজা উত্তোলনের মধ্যে...

হেলিকপ্টারে সমস্যা! পিছল মমতার সভা-পদযাত্রার সময়সূচি

হেলিকপ্টারে (Helicopter) সমস্যায় পিছল মুখ্যমন্ত্রীর পদযাত্রা ও সভার সময়। অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের...

সরকারের উদ্দেশে চিঠি দিয়ে অভিযান বন্ধ রাখার আবেদন মাওবাদী নেতৃত্বের

আত্মসমর্পণের সুযোগ করে দেওয়ার ফলে আপাতত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মাওবাদীদের বিরুদ্ধে অভিযান স্থগিত রাখার আবেদন জানালেন মাওবাদী (Communist...