Saturday, May 24, 2025

শান্তি প্রতিষ্ঠায় ভারত সহায়তা করবে: ব্রিকসের বাইরে পুতিনকে বার্তা মোদির

Date:

Share post:

ব্রিকস বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই রাশিয়ায় (Russia) পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কাজান (Kazan) শহরে মঙ্গলবার থেকে সম্মেলনের আগেই রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আরও একবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটলে সব রকম সাহায্য করবে ভারত, আশ্বাস দেন তিনি।

 

গত তিন মাসে দুবার রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ায় বন্দি ভারতীয়দের উদ্ধারে মোদি পুতিন বৈঠক খানিকটা কার্যকর ভূমিকা নিয়েছিল। কিছু বন্দি ভারতীয় দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন। ব্রিকস বৈঠক (Brics Summit 2024) চলাকালীন মোদির সঙ্গে চিনের প্রধানমন্ত্রী সি জিনপিংয়ের (Xi Jinping) বৈঠক নিয়ে জল্পনা থাকলেও মঙ্গলবার কাজান পৌঁছে পুতিনের সঙ্গে বৈঠকে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দুদেশের একান্ত বৈঠকে মোদির দাবি, ঘনঘন দুদেশের প্রধানদের সাক্ষাৎ তাঁদের মধ্যে নিকট সম্পর্ক আর গভীর বন্ধুত্বের প্রতীক।

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাশিয়াকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে পুতিনকে বার্তা দেন তিনি। মোদি বলেন, “রুশ-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধের বিষয়ে আমরা ক্রমাগত যোগাযোগে থেকেছি। যেমন আমরা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি সমস্যার সমাধান শান্তির পথেই হতে পারে। শান্তি ও স্থিরতা স্থাপনে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। আমাদের সব প্রচেষ্টা মানবিকতাকে গুরুত্ব দিয়েই নেওয়া হয়। আগামী দিনে ভারত সব রকম সাহায্য় করতে প্রস্তুত। আজ এই সব বিষয়গুলিতে আরও একবার বৈঠকের সুযোগ এসেছে।”

ব্রিকসের মঞ্চেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার কাজান পৌঁছে ভারতীয় ও রাশিয়ার নাগরিকদের অভ্যর্থনা গ্রহণ করেন তিনি। তবে জল্পনা অনুসারে সি জিনপিংয়ের সঙ্গে তাঁরা সাক্ষাৎ হয়নি। বুধবার সেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

জনবহুল রেলস্টেশনে আমজনতাকে কোপালো ‘জেহাদি’! জার্মানির হামবুর্গের ঘটনায় চাঞ্চল্য

জার্মানির (Germany) ব্যস্ততম শহর হামবুর্গের রেল স্টেশনে ভর সন্ধ্যায় দুষ্কৃতী হামলা (attack in hamburg, Germany ) ছুরি দিয়ে...

অগ্নিকাণ্ড রুখতে রাজ্য ও জেলা স্তরে বিশেষ কমিটি গঠন

বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Barabazar fire) ১৫ জনের মৃত্যু ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বড়...

ঈশান ঝড়ে টালমাটাল আরসিবি, প্লেঅফের আগে ‘পুনর্মুষিক’ অবস্থা কোহলিদের 

ফিরল আবার সেই চেনা রোগ। টুর্নামেন্ট যত শেষের দিকে এগিয়ে আসছে ততই সমস্যা বাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)।...

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...