বিভিন্ন কারণে গেলেও গেরুয়া শিবিরে টিকতে পারছেন না অনেক বিশিষ্টরা। তাঁদের মধ্যেই একজন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। আর নিজেই কারণ জানালেন তিনি। স্যোশাল মিডিয়ায় (Social Media) খোলা চিঠি লিখে তিনি জানালেন, তাঁর বিজেপি (BJP) ছাড়ার আসল কারণ তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কথা বলতে পারেননি। এই চিঠির সঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো বিজয়ার উপহারের ছবি দেন রূপাঞ্জনা।
নিজের ফেসবুক পেজে রূপাঞ্জন লেখেন,
”মাননীয়া, ২০০৭ থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়েস আমারো তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়ে ছিলাম তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম..জানার ইচ্ছে আরো বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম অব্যশই এক অন্য দলে.. প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানকে ATTACK করতে কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট! !”
এই পোস্টে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারের ছবি দেন অভিনেত্রী। এর আগে সুভদ্রা-সহ অনেক রুপোলি পর্দার অভিনেতা-অভিনেত্রীরা বিজেপি থেকে তৃণমূল এসেছেন। এবার রূপাঞ্জনার খোলা চিঠিতে জল্পনা রাজনৈতিক মহলের।
