রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফার দাবিতে উত্তাল বাংলাদেশ, ইউনুস বাহিনীর গুলিতে ঝরল রক্ত

সাহাবুদ্দিনের পদত্যাগের জন্য সাতদিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ইস্তফার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। সেই বিক্ষোভেও রক্ত ঝরল। জানা গিয়েছে, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা। সেইসময় ইউনুস বাহিনী গুলি চালায়।যার নিট ফল, এক ছাত্র-সহ দু’জন গুরুতর আহত। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার।সাহাবুদ্দিনের ইস্তফার দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা।বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সেই আন্দোলনকারীরাই সাহাবুদ্দিনের ইস্তফার দাবিতে ঢাকায় বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও অন্যান্য সংগঠন। সাহাবুদ্দিনের পদত্যাগের জন্য সাতদিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছে।এরই পাশাপাশি, ‘মুজিবপন্থী’ সংবিধান-সহ পাঁচ দফা দাবি তুলেছেন তাঁরা।এরই মধ্যে রাত ন’টা নাগাদ বঙ্গভবনের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বঙ্গভবনের সামনের রাস্তায় বিক্ষোভ দেখানোর সময় রাতের দিকে আচমকা ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির বাসভবনে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রথমে লাঠিচার্জ করা হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পেলেট গান ব্যবহার করা হয়েছে। ছোড়া হয় সাউন্ড গ্রেনেড।তাতেই এক ছাত্র সহ দুজন গুরুতর আহত হন।