উপনির্বাচনে ভ্যানিশ বাম-কংগ্রেস জোট, ৬ আসনে প্রার্থী ঘোষণা হাত শিবিরের 

নভেম্বরে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (By Election of six assembly)। তবে এবার আর বামেদের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেসের (Congress)। মঙ্গলবার আলাদাভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করল হাত শিবির। গত লোকসভা নির্বাচনে (Loksabha election) জুটি বেঁধে লড়লেও, এবার কাস্তে-হাতুড়ি ধরতে নারাজ ‘হাত’। হাড়োয়া বাদে বাকি ৫ আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এবার ১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা মঙ্গলবার প্রকাশ্যে আনল কংগ্রেস।

১০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের উপনির্বাচন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএমের পর এবার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। সিতাই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন হরিহর রায় সিং, মাদারিহাটে প্রার্থী বিকাশ চম্প্রমারি, নৈহাটিতে পরেশ নাথ সরকারকে টিকিট দিয়েছে দল। হাড়োয়ায় প্রার্থী হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে শ্যামল কুমার ঘোষকে এবং তালডাংরায় করবেন তুষারকান্তি সন্নিগ্রাহী। লাল পতাকাধারীদের থেকে দূরত্ব বজায় রাখার কংগ্রেসের চেষ্টায় জোটের ফাটল যে আরও স্পষ্ট হল সেকথা তুলে ধরে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএম জোট করার পক্ষপাতি হলেও, বাম শরিক ফরওয়ার্ড ব্লকের আপত্তিতেই নাকি কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন কমরেডরা। অন্যদিকে সাম্প্রতিক সময়ে নাগরিক আন্দোলনের জেরে রাজনৈতিক ময়দানে যথেষ্টই ব্যাকফুটে বিজেপি। ফলে সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালড্যাংরা, হাড়োয়া ও মেদিনীপুর কেন্দ্রের লড়াইয়ে শুরু থেকেই যে বিরোধীরা অনেকটা পিছিয়ে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।