Wednesday, January 14, 2026

ঘূর্ণিঝড়ের কাঁটা, কল্যাণী থেকে সল্টলেকে সরল কেরল-বাংলা রঞ্জি ম্যাচ

Date:

Share post:

বৃষ্টি থেমে গিয়ে ঝলমলে রোদ উঠেছিল। তারপরেও কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠ শুকানো যায়নি।যার নিট ফল, বাংলা বনাম বিহার রঞ্জি ট্রফির ম্যাচ ভেস্তে গিয়েছে। গ্রুপের দুর্বলতম দল বিহার। তাদের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে অনুষ্টুপ মজুমদারদের। কেরলের বিরুদ্ধে বাংলার পরের হোম ম্যাচও হওয়ার কথা ছিল কল্যাণীতেই। কিন্তু একে মাঠ নিয়ে প্রশ্ন। এর ওপর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’।এই প্রাকৃতিক দুর্যোগে ম্যাচ হওয়া নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।তাই বাংলা বনাম কেরল ম্যাচ সরিয়ে নিয়ে আসা হল সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। মঙ্গলবার থেকে সেখানে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলা দল।

মঙ্গলবার কয়েকজন ক্রিকেটারকে নিয়ে নেট প্রাকটিস করান কোচ লক্ষ্মীরতন শুক্ল। কয়েকজন ক্রিকেটার জিমে ঘাম ঝরান। শুক্রবার থেকে এই মাঠেই হবে বাংলা বনাম কেরল ম্যাচ।কল্যাণীর ভুল থেকে শিক্ষা নিয়েছে সিএবি। এবার বৃষ্টির হাত থেকে বেঁচে ম্যাচ করাতে তৎপর সিএবি।জানা গিয়েছে, কল্যাণীতে ম্যাচের আগে বৃষ্টিতে মাঠে প্রচন্ড কাদা হয়েছিল। চারদিনেও সেই কাদা শুকায়নি। তবে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোটা মাঠ ঢাকার বন্দোবস্ত করা হচ্ছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হলে গোটা মাঠ কভারে ঢেকে রাখা হবে। বৃষ্টি থামলেই যাতে ম্যাচ শুরু করা যায়।

সিএবি সচিব নরেশ ওঝা বললেন, ‘ম্যাচ সল্ট লেকে সরানো হয়েছে। আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতিও পেয়ে গিয়েছি।’ মঙ্গলবার বিকেল থেকেই মাঠের বেশিরভাগ অংশ কভার করে রাখা হয়েছে। যদিও দল কল্যাণীতেই খেলতে চেয়েছিল।কারণ, কল্যাণীর পিচ অনেক বেশি স্পোর্টিং এবং ম্যাচে ফয়সালা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সিএবি এই মুহূর্তে চায়, ম্যাচ অন্তত আয়োজিত হোক। বাংলা দলও সেটাই চাইছে। সেই কারণে ম্যাচ সল্ট লেকে সরিয়ে আনা হয়েছে।

কেরল ম্যাচে ঘূর্ণিঝড়ের কাঁটা তো আছেই, এরই পাশাপাশি তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্চে না বাংলা।ভারত এ-দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও অভিষেক পোড়েল। তাদের পরিবর্তে দলে আসতে চলেছেন ঈশান পোড়েল, সাকির হাবিব গান্ধী।









spot_img

Related articles

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...