Monday, August 25, 2025

চাবাহার বন্দর থেকে আফগানিস্তান: মধ্যপ্রাচ্যের রাস্তা খুলতে পেজেস্কিয়ানকে মোদির বার্তা

Date:

সম্প্রতি ইরানের চাবাহার বন্দর (Chabahar port) নিয়ে দশ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে ভারত ও ইরানের মধ্যে। চিরশত্রু পাকিস্তানকে টপকে সহজে মধ্যপ্রাচ্যে পৌঁছে যাওয়ার পথ খুলে গিয়েছে এই চুক্তিতে। তবে এই বন্দর দিয়ে ঠিক কীভাবে মধ্যপ্রাচ্যে বাণিজ্য বা মানুষের মধ্যে পারস্পরিক আদান প্রদান সম্ভব হবে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বিস্তারিত আলোচনা হল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের (Masoud Pezeshkian) সঙ্গে। ব্রিকস বৈঠকের বাইরে একান্ত আলাপচারিতা হয় দুদেশের রাষ্ট্রপ্রধানদের।

পশ্চিম এশিয়ার (western Asia) বর্তমান অশান্তির পরিস্থিতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে বৈঠকে মত পোষণ করেন ইরানের রাষ্ট্রপতি (President of Iran)। ভারতের সঙ্গে সব পক্ষের সম্পর্ক ভালো থাকায় শান্তি প্রতিষ্ঠায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, জোর দেন পেজেস্কিয়ান। ভারতের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দেওয়া হয়। সেই উদ্দেশ্যে পেজেস্কিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোদি, জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri)।

তবে পাল্টা পশ্চিম এশিয়ায় প্রবেশের পথ পরিষ্কার করে ভারত। চাবাহার বন্দরের (Chabahar port) মাধ্যমে প্রবেশ সহজ হলেও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই এলাকায় নির্ঝঞ্ঝাট যোগাযোগ ব্যবস্থা আলাপচারিতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পরিবর্তে আফগানিস্তানের (Afganistan) পুণর্গঠনে সাহায্যের আশ্বাস দেন মোদি। এই পথকে ব্যবহার করে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ ট্রানসিট করিডোর (International North-South Transit Corridor) তৈরির উপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version