এই বয়সে তিনি কার্যত প্রতিদিনই টিভি চ্যানেলে উত্তেজিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট লাইনে চিৎকার করেন। সেমিনারেও তাই। এসব থেকেই অসুস্থতা। যাঁরা ওঁকে দিয়ে রোজ চিৎকার করান, তাঁরা দায়ী। প্রাক্তন IPS পঙ্কজ দত্তের (Pankaj Dutta) বেনারসে অসুস্থ হওয়া নিয়ে মত প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh)। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা তিনি। অভিযোগ করেন, পঙ্কজের অসুস্থতা নিয়ে কুৎসা, অপপ্রচার করছে কোনও কোনও মহল।
বেনারসে একটি সেমিনারে যোগ দিয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। তাঁকে সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে অপপ্রচার শুরু করেছেন অনেকে। তাঁদের অভিযোগ তদন্তের কারণে, প্রায় সপ্তাহ দুয়েক আগে থানায় ডেকে পাঠানো হয় তাঁকে। কলকাতার সেই ঘটনার জন্যেই নাকি বেনারসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর তীব্র বিরোধিতা করেন কুণাল। ফেসবুক পেজে তিনি লেখেন, পঙ্কজবাবু একটি এলাকার মহিলাদের ইঙ্গিত করে চূড়ান্ত খারাপ মন্তব্য করেন। তাই পুলিশি ব্যবস্থা হয়েছে। আর পুলিশ ডাকার জন্য যদি উনি অসুস্থ হন, তাহলে এতদিন পুলিশকর্তা ছিলেন কী করতে? তাহলে বলতে হয় তাপস পাল, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদের মৃত্যুর জন্য সিবিআই দায়ী। তাই তো দাঁড়ায়, নাকি? তিনি বলেন, পঙ্কজ দত্ত রাজ্যের প্রাক্তন আইজি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন।