Monday, August 25, 2025

মরুশহরে Uber-এর উট সার্ভিস! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল কৌতুহল নেট দুনিয়ার

Date:

ধরুন, আপনি বেড়াতে গিয়ে হারিয়ে গেলেন! আপনি কী করবেন? আমাদের মধ্যে বেশিরভাগই সম্ভবত উবরের (Uber) মতো একটি অ্যাপ খুলবেন এবং একটি গাড়ির আশা করবেন। কিন্তু আপনি যদি মরুভূমিতে (Desert) থাকতেন? আর যদি একটি গাড়ির পরিবর্তে, একটি উটকে (Camel) আপনার যাত্রা সঙ্গী হিসেবে দেখায়? অদ্ভূত শোনাচ্ছে? তবে সম্প্রতি এমনটাই ঘটেছে এক মহিলার ক্ষেত্রে। ভিডিও দেখা যাচ্ছে, মরুভূমিতে উবেরের মাধ্যমে উটে সওয়ারি বুক করছেন এক তরুণী (Woman)! (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) অর্ডারের কিছুক্ষণ পর এক ব্যক্তি উট নিয়ে হাজিরও! নিজেকে ‘উবের ক্যামেল ড্রাইভার’ হিসেবে পরিচয়ও দেন তিনি।

সোশ্যাল মিডিয়া (Socali Media) হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন বিষয় বিভিন্ন ভাবে ভাইরাল হয় (Viral Video)। সম্প্রতি একটি বিষয় নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া। সেই বিষয়টি হলো উবেরের উট সার্ভিস। সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে উবেরের নতুন এই উট সার্ভিস। ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করা ভিডিওতে (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা যায়, ওই তরুণী দুবাইয়ের মরুভূমিতে মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তিনি। সুবিশাল, সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবর অ্যাপ খুলে বসেন তিনি। অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে ‘উবর ক্যামেল’ (Uber Camel) বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে যান তিনি। এই অপরিচিত পরিবহনটি বুক করার পরেই সেখানে বাহন নিয়ে হাজির ‘উবের ক্যামেল ড্রাইভার’।

ইতিমধ্যে ২ লক্ষরও বেশি নেট নাগরিক ভিডিওটি (Viral Video) শেয়ার করেছেন। তবে ঘটনাটি আদৌ দুবাইয়ের মরুভূমির কিনা, তা নিয়ে নেট নাগরিকদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। ভাইরাল ভিডিওর শুরুতে তরুণীর পিছনে দেখা যাচ্ছে একটি রাস্তা। সেটি দিয়ে গাড়ি যাতায়াতও করছে। তাঁদের মতে, নিজের ভিডিওকে ভাইরাল করার উদ্দেশেই এমনটা করেছেন ওই তরুণী। তবে অনেকের প্রশংসাও কুড়িয়েছে ভিডিওটি। রসিকতার সুরে এক নেট নাগরিক লিখেছেন, ‘নিরাপত্তার কারণে নম্বর প্লেটটি পরীক্ষা করা উচিত!’









Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version