‘ বিরাট কোহলিকে বলে দেবেন আমি ওনার বড় ভক্ত’, সম্প্রতি রোহিত শর্মার কাছে এমনটাই বললেন এক তরুণী। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুণেতে চলছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তারই মাঝে ভাইরাল এই ভিডিও । যেখানে দেখা যাচ্ছে, রোহিতের থেকে সই নিয়ে , সেই তরুণী ভারত অধিনায়ককে বলছেন, কোহলিকে জানিয়ে দিতে, তিনি বিরাটের বড় ভক্ত।এর পালটা আবার উত্তরও দেন রোহিত।

যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের পর যখন রোহিত মাঠের বাইরে যাচ্ছিলেন, তখনই এক তরুণী তাঁর কাছে সই-এর আবদার করেন। রোহিতের সই নেওয়ার পর তিনি রোহিতকে বলেন, ‘‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে বিরাট কোহলিকে বলবেন যে আমি ওর সবচেয়ে বড় অনুরাগী।’’ এর পর মুচকি হেসে রোহিতকে বলতে শোনা যায়, ‘‘ঠিক আছে। বলে দেব।“

The Conversation of Rohit Sharma with a fan:
Fan – Rohit bhai, please give autograph.
Rohit:- I’m coming, wait.
Fan – Thank You so much. Virat Kohli ko bolna unki badi aayi hai (tell Virat that his big fan came here).
Rohit:- “I’ll tell Virat”. ❤️🥹pic.twitter.com/JcS1BCbUaV
— Tanuj Singh (@ImTanujSingh) October 22, 2024
এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। যা নিয়ে চলছে লাইক-কমেন্টের বন্যা । ভিডিওটি মন ছুঁয়ে নিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে একাই নিলেন ৭ উইকেট, কোন মন্ত্রে সাফল্য? ফাঁস করলেন ওয়াশিংটন
