সঞ্জয় মঞ্জরেকরের পর এবার বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কুম্বলে , দিলেন পরামর্শ

পুণেতে চলছে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ ভারতীয় দল। ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। এদিনও খারপ শট খেলতে গিয়ে আউট হন তিনি। যা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। বিরাটের আউট হওয়া নিয়ে সকালেই মুখ খুলেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। আর এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। দিলেন পরামর্শ। বললেন ঘোরোয়া ক্রিকেটে খেলতে।

এদিন কুম্বলে বলেন, “ বিরাটের হয়তো লম্বা টেস্ট মরশুমের আগে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত ছিল । “ এখানে না থেমে কুম্বলে আরও বলেন, “ যতই অনুশীলন করা হোক না কেন, ম্যাচের পরিস্থিতিতে একটা দুটো ভালো ইনিংসে বেশি উপকার হয়। যদি বিরাটের মনে হয়ে থাকে, যে ঘরোয়া ক্রিকেট খেললে উপকার হবে, টিম ম্যানেজমেন্ট যদি তাতে রাজি থাকে, তাহলে ও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারত। বিরাট যে সময় ব্যাট করতে এসেছে, সেসময় স্পিনটা সব ব্যাটারকেই সমস্যায় ফেলেছে। বিরাটের আগে শুভমান গিলও সমস্যায় পড়েছে। বিশ্বের যে কোনও ব্যাটার ওই সময় সমস্যায় পড়ত।“

এর আগে বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, “ হায় রে! বিরাট নিজেও জানে যে ও নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ শটটা খেলে আউট হয়েছে। ওর জন্য খুব খারাপ লাগছে। কারণ বিরাট সবসময়ে রান করার খিদে নিয়ে ক্রিজে আসে।“