১) মরশুমে এখনও নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। মরশুমে টানা ৮ ম্যাচে হার। আর আইএসএল-এ টানা ৬ ম্যাচে হার। এমন অবস্থায় সামনে এএফসি চ্যালেঞ্জ লিগ। সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবার ভুটান গেল ইস্টবেঙ্গল। লাল-হলুদের ম্যাক রয়েছে পারো এফসি, বসুন্ধরা কিংস এবং নিজ্মেহ এসসি। ২৬ অক্টোবর প্রথম ম্যাচে নামবে লাল-হলুদ।

২) হকি থেকে অসরের সিদ্ধান্ত নিলেন ভারতের মহিলা দলের খেলোয়াড় রানি রামপাল। এদিন অবসরের কথা জানান তিনি। মাত্র ১৪ বছর বয়সে হকিতে ভারতের জার্সিতে অভিষেক হয় রানি রামপালের। দেশের হয়ে খেলেছেন ২৫০টি হকি ম্যাচ। করেছেন ১০০টি গোল।
৩) পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট ১৬। প্রথম ইনিংসে কিউইরা করেন ২৫৯ রান। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে দাপট ওয়াশিংটন সুন্দরের। একাই নিলেন ৭ উইকেট।

৪) পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। প্রথম দিনেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ২৫৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সৌজন্যে ওয়াশিংটন সুন্দর। একাই নেন ৭ উইকেট। ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি।

৫) ‘ বিরাট কোহলিকে বলে দেবেন আমি ওনার বড় ভক্ত’, সম্প্রতি রোহিত শর্মার কাছে এমনটাই বললেন এক তরুণী। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুণেতে চলছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তারই মাঝে ভাইরাল এই ভিডিও ।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
