নজরে নিরাপত্তা, হাওড়া কমিশনারেটের অধীনে আসছে দক্ষিণেশ্বর মন্দির: নির্দেশ মুখ্যমন্ত্রীর

বারাকপুর কমিশনারেটের এলাকা থেকে অনেক দূরে দক্ষিণেশ্বর মন্দির (Dakkhineswar Temple)। নিরাপত্তা জোরদার করতে দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে বারাকপুর কমিশনারেটের অধীনে রয়েছে দক্ষিণেশ্বর এলাকা। তবে এবার তা হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে আনতে হবে বলে শুক্রবার, নবান্নে বৈঠকে এই নির্দেশ দেন তিনি।এদিন বৈঠকে মমতা (Mamata Banerjee) বলেন, “বেলুড় হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত। দক্ষিণেশ্বর আবার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত। কিন্তু দক্ষিণেশ্বর বারাকপুর কমিশনারেটের এলাকা থেকে অনেক দূর। এবার দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের (Howrah Commissionerate) আওতায় আনা হবে।”মুখ্যমন্ত্রী জানান, বেলুরমঠ হাওড়া কমিশনারেটের (Howrah Commissionerate) এলাকার অংশ। ঠিক একইভাবে বালি ব্রিজ সংলগ্ন গঙ্গার পূর্বপাড়ে অবস্থিত দক্ষিণেশ্বরকেও একই কমিশনারেটের মধ্যে নিয়ে এলে, কাজে সুবিধে হবে।

রাজ্যন পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশে মমতা বলেন, “তুমি শুধু পুলিশ নিয়ে ভাবছ। আমাকে গোটা রাজ্য নিয়ে ভাবতে হয়। দক্ষিণেশ্বরকে হাওড়া কমিশনারেটের মধ্যে নিয়ে আসতে হবে।”