‘ডানা’ সাইক্লোনের (Cyclone Dana) সতর্কতা হিসেবে বৃহস্পতিবার রাত আটটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় (Sealdah South Division) লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার সকাল দশটার পর হাওড়া শাখাতে (Howrah Division) ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন পরিষেবা। গত দুদিনে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পর আজ শনিবারেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে রেল চলাচলে বদল আনল দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)। ২৬ অক্টোবর হাওড়া ও শালিমার স্টেশন থেকে পাঁচটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে।

বৃহস্পতি রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিঘ্নিত হয়েছিল ট্রেন পরিষেবা। এরপর ২৫ অক্টোবর বেলার দিক থেকে ট্রেনের চাকা গড়াতে শুরু করলেও অবিরাম বৃষ্টিতে বিভিন্ন রুটের রেল ট্র্যাকে জল জমে যাওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেনি অনেক ট্রেন। সেই দুর্ভোগ আজও কাটছে না। ‘ডানা’ বিদায় নিলেও দূরপাল্লার ট্রেন পরিষেবার সম্পূর্ণ স্বাভাবিক হয়নি বলেই সূত্র মারফত খবর মিলেছে। এদিন দক্ষিণ-পূর্ব রেল শাখার ১২২৪৫ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ২২৮৩০ শালিমার-ভুজ এক্সপ্রেস এবং ০৬০৮৮ শালিমার-তিরুনেলভেলি স্পেশাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। যদিও পূর্ব রেলের পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই আশা করা হচ্ছে।
