আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সমর্থক বিক্ষোভের রেশ এখনও কাটেনি। আর এরই মধ্যে শনিবার ঘরের মাঠে আইএসএলে নতুন পরীক্ষার সামনে মহামেডান। শুধু মাঠে নয়, গ্যালারিতে সংযত থাকার পরীক্ষা তাদের সমর্থকদেরও। রেমসাঙ্গাদের সামনে হায়দরাবাদ এফসি। পয়েন্ট টেবলে তারা ইস্টবেঙ্গলের এক ধাপ উপরে থাকা ১২ নম্বর দল। ইস্টবেঙ্গল এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। হায়দরাবাদ সেখানে ৪ ম্যাচ খেলে তিনটিতে হেরে একটি ড্র করেছে।

এমন একটা দলের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে মরিয়া মহামেডান। একইসঙ্গে কোচ আন্দ্রে চেরনিশভের চিন্তা রেফারিং। কেরল ম্যাচে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার পর সমর্থকরা মাঠে ঝামেলা করেছে। যার জেরে ক্লাবকে জরিমানাও দিতে হয়েছে। হায়দরাবাদ ম্যাচের আগে চেরনিশভ বললেন, “রেফারিং নিয়ে আমরা চিন্তিত। খারাপ রেফারিং হলে সমর্থকদের রাগ হবেই। কিন্তু ওদের সংযত থাকতে হবে। না হলে ক্লাব ও দল সমস্যায় পড়বে।”

জোসেফ আদজেই আগের ম্যাচে চোট পেয়েছেন। তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রক্ষণের ভুলে প্রায় প্রতি ম্যাচেই শেষ মুহূর্তে গোল হজম করতে হচ্ছে। ভুল শুধরে ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট পেতে চায় সাদা-কালো ব্রিগেড।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
