Sunday, August 24, 2025

বহুতলের রেলিং থেকে পাঁচিলে বিদ্যুতের তার কীভাবে? ভবানীপুর নিয়ে তদন্তে পুলিশ

Date:

ভবানীপুরের (Bhawanipur) জাস্টিস দ্বারকানাথ রোডে জমা জল দিয়ে হেটে যাওয়ার সময় একটি বহুতলের পাঁচিলে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৫ বছরের এক যুবকের। বিহার থেকে বাবাকে কাজের সাহায্য করতে কলকাতায় এসেছিলেন তিনি। শুক্রবার রাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা বলছেন বহুতল কর্তৃপক্ষের গাফিলতিতে এই মৃত্যু ঘটেছে। কিন্তু বহুতলের রেলিং থেকে পাঁচিলে বিদ্যুতের তার এলো কীভাবে, তদন্ত শুরু করেছে পুলিশ (Bhawanipur Police)।

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও শুক্রবার সকাল থেকে সারাদিন কলকাতায় মুষলধারায় বৃষ্টি হয়েছে, যার জেরে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডের ছবিও তার ব্যতিক্রম ছিল না। সৌরভ প্রসাদ নামের যুবক বিকেলের দিকে ভবানীপুরের ভুজিয়ার দোকানে যেতে জল জমা রাস্তা দিয়ে হাঁটছিলেন। আচমকাই বহুতলের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যান তিনি। স্থানীয়েরা দেখতে পেয়ে বাঁশ দিয়ে বিদ্যুৎবাহী তারের কাছ থেকে তাঁকে সরান। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দেরি করে কর্তৃপক্ষ। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে পুরসভার কোনও বিদ্যুতের খুঁটি নেই। একটি বাড়ির মিটার বক্স থেকে অবৈধ ভাবে সংযোগ টেনে আলো জ্বালানোর চেষ্টা করা হয়েছিল। সিইএসসির (CESC ) অভিযোগের পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়টির তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ।

এই দুর্ঘটনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ভবানীপুরের একটা দুর্ঘটনা ঘটছে। একটি বাড়ি থেকে বিদ্যুতের তার ঝুলছিল। একটা রেলিংয়ে হাত দিতে গিয়ে উনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুরসভার কোনও বিদ্যুতের খুঁটি থেকে নয়, ওই বহুতল থেকে ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় যুবকের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version