Monday, November 10, 2025

বহুতলের রেলিং থেকে পাঁচিলে বিদ্যুতের তার কীভাবে? ভবানীপুর নিয়ে তদন্তে পুলিশ

Date:

ভবানীপুরের (Bhawanipur) জাস্টিস দ্বারকানাথ রোডে জমা জল দিয়ে হেটে যাওয়ার সময় একটি বহুতলের পাঁচিলে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৫ বছরের এক যুবকের। বিহার থেকে বাবাকে কাজের সাহায্য করতে কলকাতায় এসেছিলেন তিনি। শুক্রবার রাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা বলছেন বহুতল কর্তৃপক্ষের গাফিলতিতে এই মৃত্যু ঘটেছে। কিন্তু বহুতলের রেলিং থেকে পাঁচিলে বিদ্যুতের তার এলো কীভাবে, তদন্ত শুরু করেছে পুলিশ (Bhawanipur Police)।

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও শুক্রবার সকাল থেকে সারাদিন কলকাতায় মুষলধারায় বৃষ্টি হয়েছে, যার জেরে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডের ছবিও তার ব্যতিক্রম ছিল না। সৌরভ প্রসাদ নামের যুবক বিকেলের দিকে ভবানীপুরের ভুজিয়ার দোকানে যেতে জল জমা রাস্তা দিয়ে হাঁটছিলেন। আচমকাই বহুতলের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যান তিনি। স্থানীয়েরা দেখতে পেয়ে বাঁশ দিয়ে বিদ্যুৎবাহী তারের কাছ থেকে তাঁকে সরান। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দেরি করে কর্তৃপক্ষ। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে পুরসভার কোনও বিদ্যুতের খুঁটি নেই। একটি বাড়ির মিটার বক্স থেকে অবৈধ ভাবে সংযোগ টেনে আলো জ্বালানোর চেষ্টা করা হয়েছিল। সিইএসসির (CESC ) অভিযোগের পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়টির তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ।

এই দুর্ঘটনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ভবানীপুরের একটা দুর্ঘটনা ঘটছে। একটি বাড়ি থেকে বিদ্যুতের তার ঝুলছিল। একটা রেলিংয়ে হাত দিতে গিয়ে উনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুরসভার কোনও বিদ্যুতের খুঁটি থেকে নয়, ওই বহুতল থেকে ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় যুবকের।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version