বৃষ্টি বিধ্বস্ত বঙ্গে সূর্যের উঁকি, দুর্যোগ পেরিয়ে দক্ষিণবঙ্গে শীতের আভাস!

‘ডানা’র (Dana ) দাপট শেষ। শুক্রের মধ্যরাত থেকেই বৃষ্টি কমেছে। শনিবার সকালে ঝলমলে দক্ষিণবঙ্গে কিছুটা আশ্বস্ত সাধারণ মানুষ। যদিও বৃষ্টি থেকে রেহাই মিলবে না আজই। কলকাতা-সহ ৯ জেলায় উইকেন্ডেও রয়েছে বৃষ্টির সর্তকতা! আগামী ২ থেকে à§© ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস (Alipore Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পূর্বাভাস মতোই শনিবার সকাল থেকে মেঘ সরে রোদের দেখা মিলেছে। যত বেলা গড়িয়েছে আবহাওয়ার উন্নতি হচ্ছে। খুশির খবর হলো, ইতিমধ্যেই উত্তরের বাতাস প্রবেশ করতে শুরু করেছে। রাত এবং ভোরে হালকা হালকা শীতের আমেজ মিলছে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ায় ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। যদিও দক্ষিণে তিন জেলায় শনিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি সম্পূর্ণভাবে বিদায় নেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী দু তিন ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূম জুড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। শনিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।