Saturday, August 23, 2025

বদলে যাচ্ছে সরকারি হাসপাতালের পরিকাঠামো, কী কী নির্দেশ স্বাস্থ্য দফতরের?

Date:

এবার আর্থিক অনুদান পেতে জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল ন্যাশানাল হেল্থ মিশন। ষষ্ঠদশ অর্থ কমিশনের স্বাস্থ্যখাতে আর্থিক অনুদান পাওয়ার জন্য ন্যাশানাল হেল্থ মিশন জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে কী কী প্রয়োজন তার তালিকা করতে বলা হয়েছে।

কী কী করতে হবে

* কেন্দ্রের নির্দেশ মেনে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, কনসালটেশন রুম, শৌচালয়, অপারেশন থিয়েটর, লিফট, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আগত প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য উপযুক্ত র‍্যাম্প ও অন্যান্য সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে হবে।

* জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের কমিউনিটি হেল্থ সেন্টারের পাশাপাশি সেন্ট্রাল রেফারেল ইউনিটের পরিকাঠামো তৈরির জন্য উপযুক্ত প্রস্তাব দিতে হবে।

* স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা চালু রাখতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়কদের জন্য কোয়াটার তৈরির বাজেট-সহ বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ধরনের কোয়াটার কতগুলি তৈরি করতে হবে তা জানাতে হবে।

* হাসপাতালে মেডিক্যাল অফিসার বা বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার উপযুক্ত ব্যবস্থা করার নির্দিষ্ট প্রস্তাব দিতে বা হয়েছে।

* মহকুমা থেকে জেলা হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।

* জেলা ও মহকুমা হাসাপাতালে মা ও শিশুদের চিকিৎসার পরিকাঠামো বিশেষ করে সদ্যজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির কথা বলা হয়েছে।

রাজ্য সরকার ২৮টি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১১৮ কোটি টাকা খরচ করেছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সিসিটিভি, ওয়াশরুম, রেস্টরুম তৈরি সহ প্রায় ১০০ শতাংশ কাজ শেষও হয়ে গিয়েছে বলে দাবি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version