Sunday, November 2, 2025

উন্নত শির বঙ্গনারী, মহিলা আয়করদাতা রাজ্যের তালিকায় তৃতীয় বাংলা

Date:

নারীর ক্ষমতায়নে জোর দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে নীতিতে গোটা রাজ্যকে বেঁধেছেন তা যে কতটা ইতিবাচক ফের একবার প্রমাণ মিলল। দেশের মহিলা করদাতাদের (women taxpayers) তালিকায় সব রাজ্যের নিরিখে তৃতীয় স্থানে বাংলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হওয়া একাধিক প্রকল্পের জন্যই যে রাজ্যে নারীর এই ক্ষমতায়ন, তা নিয়ে আর কোনও সন্দেহই রইল না, দাবি রাজ্যের শাসকদলের।

বাংলার রোজগেরে মহিলাদের কর দেওয়ার পরিমাণ দেশের সব রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে, দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) সমীক্ষায়। বাংলার আগে রয়েছে কেরালা (Kerala) ও তামিলনাড়ু (Tamilnadu)। আশ্চর্যজনকভাবে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে একটিও বিজেপি শাসিত রাজ্য নেই। কেবলমাত্র বিজেপি সহযোগী রাজ্য অন্ধ্রপ্রদেশ রয়েছে পাঁচ নম্বরে। এখানেই প্রমাণিত বিজেপির অপশাসনে মহিলাদের অবস্থা রাজ্যগুলিতে ঠিক কেমন, দাবি রাজনীতিকদের।

এর আগেও রাজ্যে মহিলাদের জন্য নেওয়া একাধিক প্রকল্প দেশের একাধিক রাজ্য অনুসরণ করেছে। রাজ্যে চাকুরিজীবী মহিলাদের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কাজ করা মহিলারাও এই করদাতার তালিকায় অতিরিক্ত সংযোজন করেছেন, দাবি প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। তিনি বলেন, “তালিকায় সসম্মানে পশ্চিমবঙ্গ রয়েছে। অর্থাৎ এখানকার মহিলারা নিজের পায়ে দাঁড়ান। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ স্বনির্ভর গোষ্ঠীতে (self help group), কেউ অন্যান্য বিভিন্ন বিকল্প আযের সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক নীতিগুলি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

সেই সঙ্গে এই তালিকায় প্রমাণিত বিজেপি শাসিত রাজ্যে (BJP states) মহিলাদের সম্মানের কী পরিস্থিতি। কুণাল ঘোষ দাবি করেন, “সবথেকে তাৎপর্যপূর্ণ বিজেপি রাজ্যগুলির ব্যর্থতা। পাঁচটি রাজ্যের মধ্যে চারটিই অ-বিজেপি রাজ্য। অর্থাৎ বিজেপির রাজ্যগুলিতে মহিলারা কর দেওয়ার ক্ষেত্রে এমন কোনও জায়গায় পৌঁছাননি যাতে দেশের প্রথম সেরা পাঁচটির মধ্যে থাকতে পারে। বিজেপির রাজ্যগুলি পিছিয়ে গিয়েছে।”

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version